চুমুতে মুখে প্রবেশ করে ৮ কোটি ব্যাকটেরিয়া

 

মাথাভাঙ্গা মনিটর: চুমুতে ভালোবাসা বাড়ে, ভালোবাসা ছড়ায় জানা ছিলো, কিন্তু চুমুর মধ্যদিয়ে ব্যাকটেরিয়ার আদানপ্রদান হয় তা কি জানা আছে? নতুন এক গবেষণা বলছে মাত্র ১০ সেকেন্ডের গভীর চুমুতে ৮ কোটি ব্যাকটেরিয়া একজনের লালার সাথে অন্যজনের মুখে প্রবেশ করে। যে যুগল দিনে যতোবার বেশি চুমু খায় তাদের মুখের মধ্যের মাইক্রোব্যাকটেরিয়ার ততো বেশি  মিল থাকে। নেদারল্যান্ডের অরগানাইগেশন ফর অ্যাপলায়েড সায়েন্টিফিক রিসার্চের গবেষক রেমকো কোর্ট আমস্টারডামের মাইক্রোপিয়ার (পৃথিবীর প্রথম মাইক্রোবসদের মিউজিয়াম) সাথে যৌথভাবে ২১ জনের যুগলের ওপর একটি পরীক্ষা চালিয়েছেন। প্রাথমিকভাবে চুমু খাওয়ার সময় তাদের আচরণ, কতো ঘন ঘন তারা চুমু খান এসব প্রশ্নসহ একটি তালিকা পূরণ করতে দেয়া হয়েছিলো এ ৪২ জনকে। এরপর প্রতি যুগলের যেকোনো একজনকে বেছে নিয়ে বিশেষ এক ধরনের ব্যাকটেরিয়া ভর্তি প্রোবায়োটিক পানীয় খেতে দেয়া হয়েছিলো। এরপর তাদের সঙ্গি বা সঙ্গিনীকে ঘন চুমু খেতে বলা হয়। একবারের ঘন চুমুর পর দেখা গেছে যিনি ওই পানীয় খাননি তার মুখের লালার মধ্যে প্রোবায়োটিক ব্যাকটেরিয়ার (ক্ষতিকারক নয় এমন ব্যাকটেরিয়া) সংখ্যা তিনগুণ বৃদ্ধি পেয়েছে।