শৈলকুপায় আ.লীগের দু গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া

শৈলকুপা প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা শহরে আওয়ামী লীগের কমিটি গঠনকে কেন্দ্র করে উত্তেজনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। আধিপত্য বিস্তার করতে দু গ্রুপে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া এবং তৃণমূল পর্যায়ে দলভাঙাকে কেন্দ্র করে পৌর আওয়ামী লীগ সভাপতি মেয়র কাজী আশরাফুল আজম গ্রুপের প্রতিপক্ষ থানা আওয়ামী লীগের প্রচার সম্পাদক তৈয়বুর রহমান খানের সাথে বিরোধ চলে আসছে। এ নিয়ে গত কয়েক দিন ছোটখাটো মারামারি ধাওয়া অব্যাহত রয়েছে। এতে শৈলকুপা শহর জুড়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক উদ্বেগ বিরাজ করছে। পূর্ব ঘটনার জের ধরে গতকাল সন্ধ্যায় বাজারে উভয় গ্রুপ দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে মহড়ার চেষ্টা চালায়। সাথে সাথে সব দোকানপাট বন্ধ করে ব্যবসায়ীরা নিরাপদে আশ্রয় নেন। পুলিশ ও ৱ্যাবের টহল জোরদার করা হলেও থেমে থেমে বিছিন্ন ঘটনা ঘটেই চলছে। যেকোনো সময় বড় ধরনের হামলা-সংঘর্ষের ঘটনার আশঙ্কা থাকায় বাজার ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ ছগির মিঞা জানান, কমিটি গঠন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে থানা আওয়ামী লীগের প্রচার সম্পাদক তৈয়ব খান এবং মেয়র আশরাফুল আজমের সমর্থকেরা বেশ কয়েকদিন ধরেই শহরে সংঘর্ষের পাঁয়তারা চালাচ্ছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।