বাজেট অধিবেশন শুরু

 

 

 

স্টাফ রিপোর্টার: শুরুহয়েছে দশম জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন। গতকাল মঙ্গলবার বিকেল ৫টায়স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। এ অধিবেশন চলবেআগামী ৩ জুলাই পর্যন্ত।বাজেট অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী দশম সংসদের প্রথম বাজেট অধিবেশনের জন্য প্যানেল স্পিকারদের নাম ঘোষণা করেন।

প্যানেল স্পিকার হলেন- আবুল কালাম আজাদ, মীর শওকত আলী বাদশা, ধীরেন্দ্র দেবনাথ শম্ভূ, কাজী  ফিরোজ রশীদ এবং ফজিলাতুন নেছা  ইন্দিরা।
এদের মধ্যে যাদের নাম প্রথম দিকে তিনি স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ কার্য পরিচালনা করবেন।

এদিকেঅধিবেশন শুরুর আগে সংসদের কার্য উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে সভাপতিত্ব করেন শিরীন শারমিন চৌধুরী। বৈঠকে পরিষদের সদস্যপ্রধানমন্ত্রী শেখ হাসিনা, চিফ হুইপ আ.স.ম ফিরোজসহ অন্য সদস্যরা উপস্থিতছিলেন।বৈঠকে প্রতিদিন বিকেল ৪টায় অধিবেশন বসার সিদ্ধান্ত হয়। অবশ্য ২৮ ও ২৯ জুন অধিবেশন দু বেলা বসবে।৫জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটসংসদে উপস্থাপন করতে পারেন।

Leave a comment