পাকিস্তানে অস্ত্র রপ্তানিতে রাশিয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার

মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানে অস্ত্র রপ্তানিতে যে নিষেধাজ্ঞা ছিলো, তাপ্রত্যাহার করেছে রাশিয়া। সোভিয়েত আমল থেকে পাকিস্তানে অস্ত্র রপ্তানিতে এনিষেধাজ্ঞা বলবৎ রেখেছিলো দেশটি। ইসলামাবাদের সাথে কমব্যাট হেলিকপ্টাররপ্তানির ব্যাপারেও আলোচনা শুরু করেছে মস্কো।এ অঞ্চলে অস্ত্র রপ্তানির ক্ষেত্রে রাশিয়ার নীতিতে এটা বেশগুরুত্বপূর্ণ এক পরিবর্তন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাশিয়া থেকে সবচেয়েবেশি অস্ত্র আমদানি করে থাকে ভারত। সম্প্রতি যুদ্ধাস্ত্রের আধুনিকায়নেরলক্ষ্যে ভারত ইসরাইল, ফ্রান্স, বৃটেন ও যুক্তরাষ্ট্র থেকেও অস্ত্র আমদানিরসিদ্ধান্ত নিয়েছে। এদিকে ইসলামাবাদের সাথে রাশিয়ার নতুন এ সখ্যতার ফলেদিল্লির সাথে তাদের সম্পর্কে চিড় ধরার আশঙ্কাটাও রয়েছে বলে মনে করছেনবিশ্লেষকরা।