কালীগঞ্জের বিএনপি নেতা ইসমাইলকে হত্যার প্রতিবাদে হরতাল প্রত্যাহার

 

কালীগঞ্জ প্রতিনিধি:ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার সাবেক পৌর প্যানেল মেয়র ও বিএনপি নেতা ইসমাইল হোসেনকে হত্যার প্রতিবাদে আজ বৃহস্পতিবারের সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহার করেছে কালীগঞ্জ উপজেলা বিএনপি। উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি শহীদুজ্জামান বেল্টু জানান, গতমঙ্গলবার সকালে নিজ বাড়ির সামনে থেকে ইসমাইলকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এর প্রতিবাদে দোষী ব্যক্তিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়া হয়। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে দোষী ব্যক্তিদের গ্রেফতার ও বিচারের আশ্বাস দিলে হরতাল প্রত্যাহার করা হয়।