চুয়াডাঙ্গায় পুলিশের ৬ অফিসার পুরস্কৃত

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পুলিশের ৬ অফিসারকে পুরস্কৃত করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা পুলিশ লাইনে আয়োজিত মাসিক কল্যাণ প্যারেড অনুষ্ঠানে পুলিশ সুপার এ পুরস্কার তুলে দেন। আসামি গ্রেফতার ও বিভিন্ন মোবাইলকোর্টে সাহায্য ও সুনামের সাথে দায়িত্ব পালনে সাফল্যের জন্য চুয়াডাঙ্গা সদর থানার এএসআই তকিবুর রহমান ও দামুড়হুদা থানার এসআই রবিউল ইসলামকে পুরস্কার হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া সদর থানার এএসআই মুহিত, আলমডাঙ্গা থানার এএসআই খাইরুল ইসলাম, দর্শনা তদন্তকেন্দ্রের আইসি মিজানুর রহমান, কার্পাসডাঙ্গা ফাঁড়ি ইনচার্জ এসআই ইমদাদ হোসেনকে সাধারণ পুরস্কার দেয়া হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সালেহ আহমেদ, সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান ও ৪ থানার ওসিসহ পুলিশের বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ।