জীবননগর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানের সাথেসাংবাদিকদের মতবিনিময়

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয় উপজেলায় কর্মরত জাতীয় এবং স্থানীয় পত্রিকার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে দৌলৎগঞ্জ স্থলবন্দরটি পূর্ণাঙ্গভাবে চালুকরণ, উপজেলা অডিটোরিয়াম নির্মাণ, উপজেলার কাঁচা রাস্তাগুলো পাঁকাকরণসহ উপজেলার বিভিন্ন সমস্যা ও তার সমাধান এবং জীবননগরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার ব্যাপারে মতবিনিময়সভায় বক্তব্য রাখেন- নবনির্বাচিত চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, ভাইস চেয়ারম্যান মো. হাফিজুর রহমান ওমহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি। উপস্থিত ছিলেন-সাংবাদিক আনোয়ারুল কবির, আতিয়ার রহমান, সামসুল আলম, নারায়ণ ভৌমিক, সালাউদ্দীন কাজল, জাহিদুল ইসলাম, কাজী সামসুর রহমান চঞ্চল, আবজালুর রহমান ধীরু, আকিমুল ইসলাম, আবুল কালাম আজাদ, শেখ শহিদ, সাব্বির আহমেদ, আসাবুল হক, মারুফ মালেক, আরফান কবির প্রমুখ।