সৌদি আরবে আগুনে ৯ বাংলাদেশির মৃত্যু

 

মাথাভাঙ্গা মনিটর: সৌদিআরবের রাজধানী রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশিসহ ১১ জননিহত হয়েছেন। গত সোমবার স্থানীয় সময় রাত ১০টার দিকে রিয়াদের ইন্ডাস্ট্রিয়ালএরিয়ার শিফা সানাইয়া এলাকার তিতাস ফার্নিচার ফ্যাক্টরিতে এ অগ্নিকাণ্ডেরঘটনা ঘটে।নিহত ৯ বাংলাদেশি হলেন-জালাল (৫০), আবদুল গাফফার (৩০), সেলিম (৩৫), বাহাউদ্দিন (৩০), নাজির (৫০), শাহআলম (৩৫)। এদের বাড়ি কুমিল্লায়।নিহত অন্য দুজন ভারতীয় নাগরিক বলে জানা গেছে। তারা হলেন- ইশরাক (৩০), ওয়াসিম (৩৩)।এদের মধ্যে নিহত জাকিরের (৪৫) বাড়ি ফেনিএবং আফতাবের (৩৭)বাড়ি মাদারীপুর বলে জানা গেছে।কারখানাটিতে ১৫ জন কর্মচারী কাজ করতেন।এর মধ্যে ১৩ জন বাংলাদেশি ও দুজন ভারতীয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এঅগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

কারখানারআহত এক কর্মচারী জানান, রাতে কাজ শেষে তারা কারখানার বিশ্রামকক্ষেঅবস্থান করছিলেন।কর্মচারীরা ওই কারখানার ভেতরেই থাকতেন। আগুন ছড়িয়ে পড়ারপর ৪জন বেরিয়ে আসতে পারলেও তাড়াহুড়া করে বের হওয়ার সময় কয়েকজন ধোঁয়াচ্ছন্নহয়ে পড়েন। এ সময় ভেতরে আটকা পড়ে ১১ জন সহকর্মীর মৃত্যু হয়।জানা গেছে, নিহতদের মধ্যে ৭ জনের বাড়ি কুমিল্লার হোমনা, তিতাস ও মেঘনাউপজেলায়।অগ্নিকাণ্ডের খবর পেয়ে নিহতদের বড়িতে শোকের মাতম চলছে। জানা গেছে, হিলা কোম্পানির স্বত্বাধিকারী সৌদি হিলার কাছ থেকে চুক্তিতে কুমিল্লা জেলারতিতাস থানার কালিপুর গ্রামের রাজিউদ্দিন তিতাস ফার্নিচার নাম দিয়ে সেখানেব্যবসা করে আসছিলেন।এব্যাপারে সৌদিস্থ বাংলাদেশ দুতাবাসের শ্রমকাউন্সিলর মিজানুর রহমান মোবাইলফোনে জানান, নিহতদের লাশ বের করা হয়েছে।এখন পোস্টমর্টেম করে দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।