মুজিবনগর স্মৃতিসৌধে ও ৮ শহীদের কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন
স্টাফ রিপোর্টার: শিরিন নাঈম পুনম এমপি গতকাল মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় তার সফরসঙ্গী আওয়ামী মহিলা লীগ নেতৃবৃন্দ জয় বাংলা বলে স্লোগানে মুখোরিত করে তোলেন। মুজিবনগর স্মৃতিসৌধ পরিদর্শন শেষে জাতীয় সংসদ সদস্য শিরিন নাঈম পুনম চুয়াডাঙ্গা নাটুদহের ৮ শহীদের কবর জিয়ারত করেন। এর আগে ৮ শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তিনি।
শিরিন নাঈম পুনম গতপরশু চুয়াডাঙ্গা সফর শুরু করেছেন। ৪ দিনের সফরের দ্বিতীয় দিনেও তিনি ব্যস্ত সময় কাটান। সকাল থেকেই চুয়াডাঙ্গা সার্কিট হাউজে আত্মীয় স্বজনসহ দলীয় নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন। পরে তিনি মুজিবননগরের উদ্দেশে রওনা হন। মুজিবনগর স্মৃতিসৌধ থেকে তিনি নাটুদহের ৮ শহীদের কবরের উদ্দেশে রওনা হন। তাকে সেখানে চুয়াডাঙ্গা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হযরত স্বাগত জানান। চুয়াডাঙ্গা ছাত্রলীগ তাকে স্বাগত জানিয়েছে। এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুয়াডাঙ্গার সন্তান ও বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শিরিন নাইম পুনমের আগমন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি শরীফ হোসেন দুদুর নেতৃত্বে মিছিল সহকারে চুয়াডাঙ্গা সার্কিট হাউজে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি শরীফ হোসেন দুদু, পৌর ছাত্রলীগের সভাপতি জাবিদুল ইসলাম জাবিদ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম পারভেজ সজল, পৌর ছাত্রলগের সাবেক সহসভাপতি হাসান, পৌর ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক মাফি, সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আল ইমরান বিপ্লব, সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জানিফ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য মিলন, বিপ্লব, রাজ্জাক, শিমু, জনি, হামিম, সাবেক ছাত্রলীগের দফতর সম্পাদক মতিয়ার রহমান মতি, সাবেক সহসভাপতি অ্যাড. ফিরোজ আহাম্মেদ, বর্তমান জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ হোসেন, জেলা ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য হাফিজুর রহামন কালু, জেলা ছাত্রলীগের সদস্য ডেভিড, বুলবুল, ভূলন, মাসুম, পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গীর, পৌর ছাত্রলীগের দফতর সম্পাদক তাপু, পৌর ছাত্রলীগ নেতা রুবেল, মন্টা, রানা, অনিক, রিস্তাক, ফয়সাল, সুমন, ১নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল, ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মারুফ ও সাধারণ সম্পাদক রাকিব, কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব, প্রচার সম্পাদক জ্যাকি, ক্রীড়া বিষয়ক সম্পাদক সামাদ, এজাজ, কানন, থানা ছাত্রলীগ নেতা ইমরান, রাকিব প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফরিদ আহম্মদ।