দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে একই পরিবারের তিন মহিলাকে কুপিয়ে জখম করেছে। আহতদের উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে হাচিনার অবস্থা আশঙ্কাজনক। এ বিষয়ে থানায় অভিযোগ হয়েছে।
অভিযোগসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাতিভাঙ্গা গ্রামের জয়নুলের ছেলে শুকুর আলীর সাথে প্রতিবেশী মৃত ফকির মোহাম্মদের ছেলে মোজামদের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। এরই জের ধরে গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রতিবেশী মোজাম ও তার অপর দু ভাই আমেদুল এবং মিকাইল লাঠিসোঁটা ও দা হাতে নিয়ে শুকুর আলীর বাড়িতে ঢুকে অশ্রাব্যভাষায় গালাগালি করতে থাকে। শুকুর আলী ওই সময় বাড়িতে না থাকায় মেয়ে শুকতারা (১৯) ঘর থেকে বেরিয়ে প্রতিবাদ করলে প্রতিপক্ষরা তার চুলের মুঠি ধরে টেনে হেঁচড়ে বাড়ির বাইরে নেয়ার চেষ্টা করে এবং তার হাতে একটি কোপ মারে। মেয়ের চিৎকারে মা হাচিনা বেগম (৩২) ও ছোট চাচি মহিমা বেগম (২৬) মেয়েকে উদ্ধার করতে এলে হাচিনার মাথায় দা দিয়ে কোপ দেয়। হাচিনার মাথায় ১২টি সেলাই দেয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। এ বিষয়ে হাচিনার স্বামী ৬ জনকে আসামি করে দামুড়হুদা থানায় একটি অভিযোগ করেছেন।