চুয়াডাঙ্গায় বিজিবির চোরাচালান বিরোধী অভিযান
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে বিপুল পরিমাণ ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট ও দেশি জন্ম নিয়ন্ত্রন সুখী বড়ি জব্দ করতে সক্ষম হয়। গতকাল সোমবার সীমান্তের মুন্সিপুর ও পিকুলবাড়ীয় নামক স্থান থেকে এসব জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মূল্য সাড়ে ছয় লাখ টাকা।
বিজিবিসূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ মুন্সিপুর বিওপির নায়েক সৈয়দ আলীর নেতৃত্বে মুন্সিপুর মাঠ নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ৬ হাজার ১৩০টি ভারতীয় ওয়াগ্রা ট্যাবলেট আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক মূল্য ৪ লাখ ৯০ হাজার ৪২০ টাকা।
এদিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ কুসুমপুর বিওপির সুবেদার শহীদ সরোয়ার্দীর নেতৃত্বে পিকুলবাড়িয়া নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ৩ হাজার ৯৯০ পাতা বাংলাদেশি জন্ম নিয়ন্ত্রণ সুখী বড়ি আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ৫৯ হাজার ৬৪০টাকা। চুয়াডাঙ্গার ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান জব্দকৃত মালামালের সত্যতা স্বীকার করেছেন।