তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস ঘোষকে দেশে ফেরত
দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের শেষে দেশে ফিরে গেলেন ভারতীয় নাগরিক নদীয়া জেলার কেষ্টগঞ্জ থানা তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস ঘোষ। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে দর্শনা চেকপোস্ট সীমান্তের ৭৬ নম্বর মেন পিলারের কাছে বিজিবি-বিএসএফ’র কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর তাকে বিএসএফ’র কাছে হস্থান্তর করে বিজিবি।
পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির দর্শনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল আউয়াল খান, ইমিগ্রেশন ইনচার্জ মাহবুবুর রহমান এবং ভারতের পক্ষে নদীয়া জেলার চাপড়া থানার গেদে বিএসএফ ক্যাম্পের কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর ভাস্কর জয়শাল ও ইমিগ্রেশন ইনচার্জ পার্থ শিং। চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান জানান, ভারতের নদীয়া জেলার কেষ্টগঞ্জ থানার নোনাগঞ্জ গ্রামের কালিপদ ঘোষের ছেলে ভারতীয় তৃণমূল কংগ্রেসের কেষ্টগঞ্জ থানার সভাপতি তাপস ঘোষ গত ২২ জানুয়ারি কুসুমপুর সীমান্তের ৬২ নম্বর মেন পিলারের কাছ দিয়ে কয়েক বোতল মদ নিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় বেনীপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা তাকে মদসহ আটক করেন। পরে আদালতে তার ২ মাস সাজা হয়। দু মাস কারাভোগ শেষে সাজার মেয়াদ শেষ হলে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বিএসএফ’র কাছে হস্থান্তর করা হয়।