চুয়াডাঙ্গা দৌলাতদিয়াড়ের কাঠব্যবসায়ীকে কুপিয়ে জখম

 

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা দৌলাতদিয়াড়ের কাঠব্যবসায়ী সরদার আনারুল ইসলাম ও এসএম হাসানকে বেদম মারধর করা হয়েছে। একই গ্রামের মবিল ব্যবসায়ী হিরার নেতৃত্বে একদল যুবক লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। জখম কাঠব্যবসায়ী আনারুলের অবস্থা গুরুতর। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে ৩ জনের নাম উল্লেখ করে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

থানাসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা শহরতলীর দৌলাতদিয়াড় সরদারপাড়ার ইদ্রিস সরদারের ছেলে কাঠব্যবসায়ী সরদার আনারুল ইসলাম ও একই পাড়ার মৃত রতন সরদারের ছেলে এসএম হাসান গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ব্যবসায়িক কাজ সেরে বাড়ি ফিরছিলেন। তারা দৌলাতদিয়াড় ফায়ারসার্ভিসের কাছে পৌঁছুলে আচমকা তাদের ওপর হামলে পড়ে একদল যুবক। অভিযোগকারীরা জানান, দৌলাতদিয়াড় দক্ষিণপাড়ার ফজলুর রহমানের ৩ ছেলে মবিলব্যবসায়ী হিরা, মুন্না ও অবকাশসহ আরো কয়েকজন লাঠিসোঁটা দিয়ে বেদম পেটায় আনারুল ও হাসানকে। এক পর্যায়ে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে আনারুলের মাথায় কোপ মারলে তিনি গুরুতর জখম হয়ে পড়ে যান। এ সময় হামলাকারীরা তার কাছ থেকে ৫০ হাজার টাকা ও একটি সোনার চেন ছিনিয়ে নিয়ে সটকে পড়ে। গুরুতর জখম আনারুলকে চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায় ৫টি সেলাই দেয়া হয়েছে বলে হাসপাতালসূত্রে জানা গেছে।