ঝিনাইদহে ট্রাকের চাপায় স্কুলছাত্র নিহত

 

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে ট্রাকচাপায় ইমরান হোসেন (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার বিষয়খালী বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান শহীদ মোস্তফা স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্র ও বিষয়খালী গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক দাউদ হোসেন জানান, বিষয়খালী বাজারের মহারাজপুর গ্রামীণ ব্যাংক শাখার ডাকাতির ঘটনা দেখে বাড়ি ফিরছিলো স্কুলছাত্র ইমরান। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ-যশোর সড়ক দিয়ে বাইসাইকেলযোগে বাড়ির কাছাকাছি পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে সে মারাত্মক আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে সে মারা যায়। পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পলিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে।