চুয়াডাঙ্গায় মতবিনিময়সভায় জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন

 

 

নির্বাচন আচারণবিধি ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা ও আচরণবিধি প্রতিপালনে প্রার্থীদের সাথে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে সদর উপজেলা সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সহকারী রিটার্নিং অফিসারের আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন। বিশষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিটার্নিং অফিসার আনজুমান আরা, অতিরিক্ত পুলিশ সুপার সালেহ উদ্দিন, আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট সদন চাকমা, সদর থানা অফিসার ইনচার্জ লিয়াকত আলী প্রমুখ। সভায় নির্বাচন আচারণবিধি ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রধান অতিথি জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন বলেন, সুষ্ঠুভাবে ভোটগ্রহণে সকল প্রকার আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচনে কোনো প্রকার ছাড় দেয়া হবে না। নির্বাচন সুন্দর ও উৎসবের আমেজে দেখতে চাই।