নিজ গ্রাম জামজামিতে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
কেএ মান্নান: আলমডাঙ্গার জামজামির কৃতীসন্তান ঢাকা সাভার ক্যান্টনমেন্টের বীরসেনা শিমুলসহ তার তিন সহকর্মী মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার জামজামিতে তার দাফন সম্পন্ন হয়েছে। জাতিসংঘের শান্তিমিশনে পাড়ি জমানোর প্রস্তুতি ও মায়ের আশির্বাদ নিতে বাড়ি ফেরার পথে বালি বোঝাই ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তিনজন নিহত হন।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার জামজামির পল্লিচিকিৎসক মৃত আব্দুস সাত্তারের ছেলে ঢাকা সাভার সেনানিবাসের সেনা সদস্য আব্দুল আল সাদিক শিমুল (২৫)। শিমুল প্রায় ১০ বছর আগে যশোর সেনাবাহিনীতে ২০তম ঈস্টবেঙ্গল রেজিমেন্টে যোগদান করেন। সর্বশেষ ঢাকার সাভার সেনানিবাসে ২০তম ইস্টবেঙ্গল রেজিমেন্টের মাতৃইউনিটের সদস্য ছিলেন তিনি। গত ১৩ নভেম্বর বাড়িতে মায়ের সাথে দেখা করতে রওনা হন শিমুল। একই ইউনিটের ব্যাজমেট ভোলা জেলার ছাইফুল ও সাতক্ষীরা জেলার ছেলে জয়ন্ত তাকে লেগুনা থেকে নামিয়ে মোটরসাইকেলে তাদের সহযাত্রী হিসেবে নিয়ে বাড়ি ফেরার উদ্দেশে সাভার অভিমুখী যাত্রা করেন। এ সময় দুর্ঘটনার কবলে পড়েন তারা মোটরসাইকেল চালক ব্যাজমেট জয়ন্ত ও সাইফুল ঘটনাস্থলেই নিহত হন। শিমুল মোটরসাইকেলের পেছনে থাকায় মোটরসাইকেলসহ মুখ থুবড়ে পড়ে মারাত্মক আহত হন তিনি। দীর্ঘ ১ মাস নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীণ অবস্থায় সজ্ঞান ফিরে আসে শিমুলের। ১৩ নভেম্বর থেকে পরশু মধ্যরাত সাড়ে ১২টা পর্যন্ত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থেকে না ফেরার দেশে চলে যান শিমুল। রাত সাড়ে ৯টায় সাবেক ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন বাবলু চৌধূরী স্থানীয় ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক রাহাব উদ্দিনসহ বিএনপি ও অন্য রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে নামোজে জানাজা ও যশোর সেনানিবাসের ২৬তম বেঙ্গলরেজিমেন্টের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আজম খান ও ১০ সেনাসদস্যের মরণোত্তর গার্ড অব অনার প্রদান ও বিউগলের করুণ সুরের মূর্ছনায় রাস্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে সমাহিত করা হয়।