টি-২০ বিশ্বকাপে বিদ্যুত সরবরাহে সার কারখানা বন্ধ

 

 

স্টাফ রিপোর্টার: টি-টুয়েন্টি বিশ্বকাপে নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহের জন্য যমুনা ছাড়া দেশের সব সার কারখানা সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পেট্রোবাংলা। টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং বোরো মরসুম উপলক্ষে বিদ্যুতকেন্দ্রে সার্বক্ষণিক গ্যাস সরবরাহ রাখতে বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন পেট্রোবাংলা চেয়ারম্যান ড. হোসেন মনসুর।
বৃহস্পতিবার সংশ্লিষ্টদের এ সংক্রান্ত  চিঠি পাঠানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, সেচ মরসুম শেষ না হওয়া পর্যন্ত যমুনা ছাড়া বাকি সব সার কারখানা সাময়িক বন্ধ থাকবে। তিনি আরও জানান, বৃহস্পতিবার থেকে বন্ধের কথা বলেছি। তবে এতে ৫-৭ দিন সময় লাগতে পারে।
এদিকে গতকাল বুধবার বিকেলে চট্টগ্রামের জহুর আহম্মেদ স্টেডিয়ামে আফগানিস্তান ও নেদারল্যান্ডসের মধ্যকার টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ চলাকালে দুই দফা বিদ্যুত বিভ্রাটের ঘটনা ঘটে। এর মধ্যে দ্বিতীয় দফায় প্রায় ২০ মিনিট খেলা বন্ধ রাখা হয়।