ফলোআপ: দামুড়হুদার নাপিতখালী গ্রামের শফি হত্যা মামলার ১ মাস অতিবাহিত

 

হত্যাকারীরা এখনও ধরা ছোয়ার বাইরে

দামুড়হুদা অফিস: দামুড়হুদার কুনিয়া চাঁদপুর দাখিল মাদরাসার অফিস সহকারী নাপিতখালী গ্রামের শফি হত্যাকাণ্ডের ১ মাস অতিবাহিত হলেও পুলিশ কোনো আসামিকে শনাক্ত বা গ্রেফতার করতে পারেনি।

জানা গেছে, কুনিয়া চাঁদপুর দাখিল মাদরাসার অফিস সহকারী নাপিতখালী গ্রামের শাহাদত হোসেনের ছেলে শফি উদ্দীনকে (৪২) গত ১১ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে বাড়ির অদূরে মাঠের মধ্যে মোবাইলফোনে কথা বলা অবস্থায় অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে মুখমণ্ডলে ও মাথায় এলোপাতাড়ি কুপিয়ে খুন করে। ঘটনাস্থল থেকে পুলিশ তার ব্যবহৃত দুটি মোবাইলফোন উদ্ধার করে। পরদিন তার ভাই হাফিজুর রহমান বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে থানায় একটি মামলা দায়ের করেন। খুনের রহস্য উন্মোচনের জন্য পুলিশ ব্যাপক তৎপর হয়ে ওঠে।  পুলিশ অনেকটায় নিশ্চিত হয়েছে, তাকে পরকীয়া প্রেমের জের ধরে হত্যা করা হয়েছে। তবে ওই মহিলাকে শনাক্ত করবে বলে পুলিশ আশাবাদী। মহিলাকে গ্রেফতার করতে পারলে মূল তথ্য জানা যাবে বলেও জানিয়েছে দামুড়হুদা থানা পুলিশ।