চুয়াডাঙ্গার কুতুবপুর ইউনিয়ন আ.লীগের কর্মীসভায় আসাদুল হক বিশ্বাস

 

উপজেলা নির্বাচনে আ.লীগ প্যানেলকে নির্বাচিত করার আহবান

জিয়াউর রহমান জিয়া: চুয়াডাঙ্গা সদরের কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা নির্বাচনী কর্মীসভা গতকাল বুধবার বিকেলে সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়মাঠে অনুষ্ঠিত হয়। কুতুবপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি হাজি মজিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আ.লীগের যুগ্মসম্পাদক উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। তিনি সকল ভেদাভেদ ভুলে আ.লীগ সমর্থিত প্যানেলকে নির্বাচিত করার আহ্বান জানান। সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আ.লীগের সহসভাপতি সাবেক চেয়ারম্যান মহাসিন আলী মালিতা, শাখাওয়াত হোসেন টাইগার, সদর থানা আ.লীগের সভাপতি আ. মান্নান  নান্নু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ঠাণ্ডু, সাংগঠনিক সম্পাদক আসাদুল হক আশা, দপ্তর সম্পাদক গোলজার হোসেন, ভাইস চেয়ারম্যান প্রার্থী আজিজুল হক হযরত, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী কহিনুর বেগম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন যুবলীগ নেতা জিল্লুর রহমান। অনুষ্ঠান শেষে প্রধান অতিথির হাতে হাত দিয়ে হাসনহাটি গ্রামের নুরুজ্জামানের নেতৃত্বে ২০/২৫ নেতাকর্মী বিএনপি থেকে আ.লীগে যোগদান করেন।