বিদ্যুতের দাম বাড়ালে কঠিন প্রতিরোধ : বিএনপি

স্টাফ রিপোর্টার: জনস্বার্থকে তাচ্ছিল্য করে বিদ্যুত উন্নয়ন বোর্ড কর্তৃক বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবকে গণবিচ্ছিন্ন সরকারের গণবিরোধী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছে বিএনপি। সেই সাথে বিদ্যুতের দাম বাড়ানো হলে কঠোর ও কঠিন প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে দলটি। এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে বলেই জনগণের সুবিধা ও স্বার্থকে অগ্রাহ্য করে একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত গ্রহণ করছে। ২০০৯ সালের জানুয়ারি মাসে ক্ষমতাসীন হওয়ার পর থেকেই বেশ কয়েক দফা বিদ্যুতের দাম বাড়িয়ে সাধারণ গ্রাহক শ্রেণির ওপর অস্বাভাবিক বিদ্যুত বিলের বোঝা চাপিয়েছে। ক্ষমতাসীনদের আত্মীয়স্বজনদের লুটপাটের স্বর্গরাজ্য বানানো হয়েছে বিদ্যুত সেক্টরকে। রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুতকেন্দ্র স্থাপনে হাজার হাজার কোটি টাকা লোপাট করে সরকারের ঘনিষ্ঠজনেরা বিদ্যুত সেক্টরকে ধ্বংস করা হয়েছে। এখন তারা সবচেয়ে গরিব, নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্ত গ্রাহকদের ওপর বিদ্যুতের দাম বাড়াচ্ছে। বিদ্যুত জনজীবনের জন্য অপরিহার্য, তাই এ খাতকে নিয়ে ছিনিমিনি খেলতে তারা কখনো কার্পণ্য করেনি। মীর্জা আলমগীর বলেন, দুঃশাসনের করাল গ্রাসে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত মানুষকে স্বস্তি না দিয়ে সরকার একের পর এক উচ্চ মাত্রায় জনগণের ওপর করের বোঝা চাপিয়ে যাচ্ছে। গরিব মানুষকে আরো বেশি অসহায় ও হতভাগ্য করার জন্য সরকার মনে হয় কোমর বেঁধে নেমেছে। বর্তমান ক্ষমতা জবরদখলকারী সরকার মূলত: জনগণকেই শত্রুপক্ষ বানিয়ে তাদের ওপর শোষণ, জুলুম ও নির্যাতন চালিয়ে যাচ্ছে।