চুয়াডাঙ্গার সরিষাডাঙ্গায় বিশু শাহ ওরশ মোবারক ও বাউল মেলা

 

উপচেপড়া দর্শকশ্রোতা বাউল গানে মাতোয়ারা

সদরুল নিপুল: বিশু শাহ ওরশ মোবারক ও বাউল মেলায় গতরাতে ছিলো উপচেপড়া বাউলসঙ্গীত প্রেমীদের ভিড়। সন্ধ্যা থেকেই নারী-পুরুষ, শিশু-কিশোর চুয়াডাঙ্গার মোমিনপুরের সরিষাডাঙ্গায় বিশু শাহ বাউল একাডেমী প্রাঙ্গণে ভিড় জমাতে শুরু করে। রাত বাড়ার সাথে সাথে বাড়তে থাকে জনস্রোত। ক্লোজআপ ওয়ান তারকা রিংকু, চ্যানেল আইয়ের সেরাকণ্ঠ মনোয়ারা মোনা ও ক্ষুদে গানরাজ উদয়সহ বাউল হামিদা ও মৌসুমী মাতিয়ে তোলেন দর্শকশ্রোতাদের।

গতপরশু রাতে শুরু হয় বিশু শাহ ওরশ মোবারক ও বাউল মেলা। আজ পালাগানের মধ্যদিয়ে এবারের আয়োজনের ইতি টানা হচ্ছে। গতরাতে বাউল মেলা শুধু বাউলদের পদচারণায়ই মুখরিত ছিলো না, এলাকার বাউলসঙ্গীত প্রেমীদের সরব উপস্থিতি এনে দেয় পূর্ণতা। সঙ্গীতমঞ্চ প্রাণবন্ত করে তোলেন উপস্থাপক মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার। বাউল বেশে তিনি গানের সুরে সুরে উপস্থাপনার পাশাপাশি সকলকে শৃঙ্খলাবদ্ধ থাকার পুনঃপুন আহ্বান জানিয়ে কর্তৃত্বটাও রাখেন যেন নিজের হাতে। দর্শক সারিতে চুয়াডাঙ্গার এএসপি (সার্কেল) কামরুজ্জামান, সদর থানার অফিসার ইনচার্জ লিয়াকত হোসেন, আলমডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলামসহ অনেকেই বসে উপভোগ করেন বাউলসঙ্গীত। রিংকু গানে গানে মাতিয়ে তোলেন সকলকে। মোনাও মঞ্চে আনেন চমক। ক্ষুদে গানরাজ উদয়ের জাদুকরি কণ্ঠে যেমন পরিবেশিত হয় লালনগীতি তেমনই হামিদা, মৌসুমীসহ অন্যরাও বাউলসঙ্গীত পরিবেশন করে উপচেপড়া দর্শকশ্রোতাদের বিমোহিত করে বাড়ি ফেরান ভোরে।