দশম জাতীয় সংসদের হুইপ হওয়ায় সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনকে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় উৎসবের আমেজ ফুটে উঠেছে। দশম জাতীয় সংসদের হুইপ হিসেবে চুয়াডাঙ্গা-১ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন নিয়োগ লাভ করার খবরে যেন চুয়াডাঙ্গাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশারই প্রতিফলন ঘটেছে। এরই বহির্প্রকাশ হিসেবে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক, পেশাজীবী ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। এ সময় তিনি বলেন, দায়িত্ব আরো অনেক বেড়ে গেলো। চুয়াডাঙ্গাবাসীর প্রতি বিশেষ ভালোবাসা থেকেই নেত্রী শেখ হাসিনা আমাকে হুইপ হিসেবে নির্বাচিত করেছেন। আমি কৃতজ্ঞ। চুয়াডাঙ্গার উন্নয়ন ত্বরান্বিত করার সুযোগ যাতে যথাযথভাবে কাজে লাগাতে পারি, এজন্য সর্বস্তরের মানুষের সহযোগিতা চাই।
গতকাল শুক্রবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপিকে ফুলেল শুভেচ্ছা ও জেলার সার্বিক উন্নয়নে কাজ করার ব্যাপারে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। এ সময় তিনি বলেন, চুয়াডাঙ্গার মাটির ঊর্বরতা অক্ষুণ্ণ রাখতে মাথাভাঙ্গা রক্ষা, আলমডাঙ্গা উপজেলা শহরে চিকিৎসা কেন্দ্র তথা হাসপাতাল প্রতিষ্ঠাসহ কুমারী ভেটেরিনারী ইনিস্টিটিউটকে ভেটেরিনারি কলেজে রূপান্তরের চেষ্টা চলছে। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মাহাতাব উদ্দিন, সাধারণ সম্পাদক ও দৈনিক মাথাভাঙ্গা সম্পাদক ও প্রকাশক সরদার আল আমিন, সহসাধারণ সম্পাদক রফিক রহমান, অর্থ সম্পাদক বিপুল আশরাফ, দপ্তর সম্পাদক আ. সালাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিচার্ড রহমান, ক্রীড়া সম্পাদক রাজন রাশেদ, নির্বাহী সদস্য মরিয়ম শেলী, রাজীব হাসান কচি, শাহ আলম সনি ও জামান আখতার। বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষে উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক শাহার আলী, সহসাধারণ সম্পাদক শেখ সেলিম, ক্রীড়া সম্পাদক ইসলাম রকিব, সাংবাদিক জাহিদুল ইসলাম, চিত্তরঞ্জন সাহা চিতু, রেজাউল করিম লিটন, হোসেন জাকির, নাসির জোয়ার্দ্দার কামরুজ্জামান সেলিম প্রমুখ।
ফুলেল শুভেচ্ছা শেষে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার আল আমিন জেলার সকল সাংবাদিকদের পক্ষ থেকে সদ্য নিয়োগপ্রাপ্ত হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনকে মিষ্টি মুখ করান। সংক্ষিপ্ত মতবিনিময়সভায় হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার বলেন, আমি সাধ্যমতো চুয়াডাঙ্গার উন্নয়নে কাজ করেছি। হুইপ হিসেবে নতুন দায়িত্ব পেলে আমি জেলার উন্নয়নে আরো কাজ করবো ইনশাল্লাহ। উন্নয়ন পরিকল্পনার মধ্যে রয়েছে মাথাভাঙ্গা ব্যারেজ নির্মাণ, আলমডাঙ্গায় আধুনিকমানের হাসপাতাল, হারদী ভেটেরেনারি হাসপাতালের আধুনিকিকরণ, চুয়াডাঙ্গা রেলগেটের আধুনিকায়ন করে দু পাশের রাস্তা প্রশস্তকরণসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা তিনি উল্লেখ করেন। সেই সাথে তিনি উপস্থিত সাংবাদিকদের গঠনমূলক সমালোচনাসহ সংবাদ পরিবেশন করে উন্নয়নে সহযোগিতার আহ্বান জানান।
দশম জাতীয় সংসদের হুইপ হিসেবে নিয়োগ লাভ করায় চুয়াডাঙ্গা নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সকল ব্যবসায়ীদের পক্ষ থেকে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মাহফুজুর রহমান মিজাইল।
চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন জাতীয় সংসদের হুইপ নির্বাচিত হয়েছেন। গতকাল শুক্রবার আনন্দের সংবাদটি যখন বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে তারপর থেকেই দলীয় কার্যালয়ে মানুষের ভিড় জমতে শুরু করে। শুরু হয় বিভিন্ন অঙ্গসংগঠনের পক্ষে পুষ্পমাল্য অর্পণ। এ সময় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা দেন। এলাকার সার্বিক উন্নয়নের ১০ম জাতীয় সংসদ সদস্য নির্বাচনে আ.লীগ মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল শুক্রবার হুইপ নির্বাচিত হওয়ার পর থেকেই বিভিন্ন সংগঠন ও নেতাকর্মীদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন অব্যাহত রয়েছে। দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত বক্তৃতায় চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য নব্য নিয়োগপ্রাপ্ত জাতীয় সংসদের হুইপ ছেলুন বলেন, আমার দল ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সম্মান আমাকে দিয়েছেন তা ভুলবার নয়, আমি বিশ্বাস করি এলাকাবাসীর দোয়া ও ভালোবাসা ছিলো বিধায় আজ আমি এ সম্মানে ভূষিত হলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন বাকি জীবনটা আপনাদের সেবাই নিজেকে উৎসর্গ করতে পারি। অসম্পন্ন কাজগুলো সম্পন্ন করতে পারি। দেশে এখন উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। আমরা গণতান্ত্রিক পন্থায় বিশ্বাসী। তাই যথাসময়ে সাংবিধানিকভাবে নির্বাচনের ব্যবস্থা করেছি। দেশের মানুষ আ.লীগ সরকারের উন্নয়নমূলক কার্যক্রমে সন্তুষ্ট হয়ে ভোটের মাধ্যমে আবারো আমাদের নির্বাচিত করে সরকার গঠনের রায় দিয়েছে। অবহেলিত জনপদের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আপনাদের সহযোগিতা ও দোয়া চাই। এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সুশীল সমাজসহ সর্বস্তরের মানুষের পক্ষ থেকে দেয়া হয় ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা। এমপি ছেলুনকে ফুলেল শুভেচ্ছাসহ অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, জেলা কৃষকলীগের সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক অ্যাড. তছিরুল আলম মালিক ডিউক। জজকোর্টের সাবেক পিপি নূরুল হক, আলমগীর হোসেন, ডা. মাহবুব, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামসুজ্জোহা, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আব্দুল মালেক, অ্যাড. রফিকুল ইসলাম রান্টু, প্রচার সম্পাদক ফেরদৌস ওয়ারা সুন্না, উপপ্রচার সম্পাদক শওকত আলী, ধর্মবিষয়ক সম্পাদক মাসুদউজ্জামান লিটু, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, দামুড়হুদা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মনজু, যুগ্মসাধারণ সম্পাদক সোহরাব হোসেন, আব্দুল আজিজ, দর্শনা পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, বঙ্গবন্ধু পরিষদ স্বাস্থ্যবিভাগ স্বাচিব চুয়াডাঙ্গা শাখার পক্ষে ডা. মার্টিন হীরক চৌধুরী, আরমান আলী শেখ, দোকানমালিক সমিতির সভাপতি লেমন, শেখ রাসেল ক্রীড়াচক্রের পক্ষে নঈম হাসান জোয়ার্দ্দার, শিপন, ফারুক, শ্রমিকলীগের সভাপতি আফজালুল হক, আলমডাঙ্গ পৌর আ.লীগের সভাপতি আবু মুছা, সেচ্ছাসেবকলীগের আহ্বায়ক সোহরাব হোসেন, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কহিনুর বেগম, রাফিয়া খাতুন, আছিয়া খাতুন, যুবলীগের আহ্বায়ক আরেফিন আলম রনজু, আ.কাদের, আসমান, সুমন, আ. রশিদ. রেজাউল হক, জেহালা ইউনিয়নের হান্নান, খলিল, হান্নান, ছাত্রলীগের সহসভাপতি সুস্তির, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিক, কলেজ ছাত্রলীগের সভাপতি আশিক ইকবাল স্বপন, সাধারণ সম্পাদক তানিম হাসান তারিক, পাভেল, শাহাবুল, রাজু, রাসেল, খালিদ, হিমেলসহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী।
চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়র্দ্দার ছেলুন জাতীয় সংসদের হুইপ নির্বাচিত হওয়ায় যুবলীগকর্মী মাছুম, গনি, রাজা, জামাল, মিনাজ, দিপু, মস্তো ও মিন্টু গতকাল বেলা ১২টার দিকে দলীয় কার্যালয়ের ফুলেল শুভেচ্ছা জানান।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দার ছেলুন জাতীয় সংসদের হুইপ নির্বাচিত হওয়ায় চুয়াডাঙ্গায় গিয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন আলমডাঙ্গার আওয়ামীলীগ নেতৃবৃন্দ। গতকাল দুপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব টিপু মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক আলম হোসেন, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা শেখ আব্দুল জব্বার, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন প্রমুখ। এ সময় হুইপের সাথে উপস্থিত ছিলেন- সজল জোয়ার্দার, জেলা যুবলীগ নেতা নঈম হাসান জোয়ার্দার প্রমুখ।
অপরদিকে, চুয়াডাঙ্গা-১ আসনের এমপি সোলায়মান হক জোয়ার্দার ছেলুন জাতীয় সংসদের হুইপ নির্বাচিত হওয়ায় গতকাল বিকেলে আলমডাঙ্গায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনুর নেতৃত্বে শহরে আনন্দ মিছিল বের করা হয়। উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলি মাস্টার, সহসভাপতি ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলম হোসেন, কাজী খালেদুর রহমান অরুণ, পৌর সভাপতি আবু মুসা, বিআরডিবির চেয়ারম্যান মহিদুল ইসলাম মুহিদ, মাসুদ রানা তুহিন, উপজেলা যুবলীগের আহ্বায়ক আহসান উল্লাহ, যুগ্মআহ্বায়ক সাজ্জাদুল ইসলাম স্বপন, অ্যাড. মোখলেছুর রহমান, পৌর সম্পাদক সোনাহার, মনা, টগর, কলেজ ছাত্রলীগ সভাপতি আশরাফুল ইসলাম, সম্পাদক সেলিম রেজা তপন, পৌর ছাত্রলীগ সভাপতি নয়ন সরকার, সাবেক ছাত্রলীগ নেতা সোহেল রানা শাহীন, পিন্টু, আলম প্রমুখ।
অপরদিকে, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন জাতীয় সংসদের হুইপ নিবাচিত হওয়ায় গতকাল আলমডাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামী লীগ আনন্দ মিছিল ও সমাবেশ করেছে। সকালে সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের হুইপ হওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে চলে মিষ্টি বিতরণ। চারিদিকে আনন্দের বন্যা বয়ে যায়। বিকেলে একটি আনন্দ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে দলীয় অফিসে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনুর নেতৃত্বে বক্তব্য রাখেন- পৌর আওয়ামী লীগ সভাপতি আবু মুছা, সম্পাদক সিরাজুল ইসলাম, সমীর কুমার দে, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলি মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বেলগাছি ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, লুৎফর রহমান, কাজী খালেদুর রহমান অরুন, আলম হোসেন, বিআরডিবির চেয়ারম্যান মহিদুল ইসলাম, আনোয়ার হোসেন সোনাহার, যুবলীগের আহ্বায়ক আহসান উল্লাহ, যুগ্মআহ্বায়ক সাজ্জাদুল ইসলাম স্বপন, মাসুদ রানা তুহিন, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল আলম, সাবেক সভাপতি সোহেল রানা শাহীন, জাইদুল, আলম হোসেন, টগর, টাইগার, মনা, ডিটু প্রমুখ।
দর্শনা অফিস জানিয়েছে, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন সংসদের হুইপ নির্বাচিত হয়েছেন। তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর ও দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আজাদুল ইসলাম আজাদ। আজ শুক্রবার শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর দর্শনায় আগমন উপলক্ষে প্রস্তুতিমূলক কার্যক্রম দেখভালের জন্য গতকাল শুক্রবার বিকেলে কেরুজ ক্লাবমাঠে আসেন হুইপ এমপি ছেলুন জোয়ার্দ্দার। এ খবর আগেভাগেই জেনে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর প্রস্তুতি গ্রহণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বেগম আঞ্জুমান আরা, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমান, দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, দর্শনা পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র মতিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. রফিকুল ইসলাম রান্টু, কেরুজ শ্রমিকনেতা মনিরুল ইসলাম প্রিন্স, মাসুদুর রহমান মাসুদ, আ.লীগ নেতা মোমিনুল ইসলাম, শফিকুল আলম, গোলাম ফারুক আরিফ, আলী মুনসুর বাবু, যুবলীগ নেতা আ. হান্নান ছোট, অ্যাড. আজিজুর রহমান বাবু, জয়নাল আবেদীন নফর, শেখ আসলাম আলী তোতা, ইকবাল হোসাইন, মামুন শাহ, সোলায়মান কবির, সাজাহান মোল্লা, ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম ববি, নাহিদ পারভেজ, রুবেল, সাগর, আলামিন, মনির সরদার, আশরাফুল প্রমুখ।