স্টাফ রিপোর্টার: জীবননগর উথলীর যৌন নিপীড়নের শিকার চার শিশু শিক্ষার্থী আইনি সহায়তা চেয়ে চুয়াডাঙ্গা মানবতা ফাউন্ডেশনের আবেদন করা হয়েছে। গতকাল রোববার শিশু শিক্ষার্থীদের পিতা-মাতা মানবতা বরাবর আইনি সহায়তা চেয়ে আবেদন করেন। মানবতা ফাউন্ডেশনের পক্ষে দেয়া হবে প্রয়োজনী আইনি সহায়তা।
মানবতা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অ্যাড. মানি খন্দকার এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, জীবননগর উপজেলার উথলী মাঝপাড়ার মৃত কিতাব বদ্দির ঘরজামাই আনছার আলী (৫৫) বিভিন্ন সময়ে গ্রামের শিশুদের যৌন নির্যাতন করতেন। বিষয়টি আড়াল করতে শিশুদের চকলেট ও দশ-বিশ টাকা হাতে ধরিয়ে দিতেন এবং এ ঘটনা কাউকে বললে গলাটিপে হত্যার ভয় দেখিয়ে আসছিলেন। গত ৭ মার্চ গ্রামের একটি ইটভাটার নিকট মুকুলের ভুট্টক্ষেতে কয়েকটি শিশুকে পর্যায়ক্রমে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এসময় এক শিশুর চিৎকারে এলাকার লোকজন ছুটে এলে পালিয়ে যান আনছার আলী। এ বিষয়ে দৈনিক মাথাভাঙ্গা পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরে জীবননগর থানায় এক শিশুর অভিভাবক অভিযোগ দায়ের করেন। আনছার আলীর এমন কর্মকা-ের বিচার পেতে আইনি সহায়তা চেয়ে চার শিশুর পক্ষে মানবতা ফাউন্ডেশনে আবেদন করা হয়েছে। মানবতা ফাউন্ডেশনের পক্ষে আবেদনপত্রটি গ্রহন করেন নির্বাহী পরিচালক অ্যাড. মানি খন্দকার। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার নারী নির্যাতন প্রতিরোধ সেলের প্রধান সমন্বয়কারী অ্যাড. মমতাজ বেগম ও অপারেশন অফিসার অ্যাড. জীল্লুর রহমান জালাল। শিশুদের মুখে ঘটনার বর্ণনা শুনে আইনি সহায়তা দেয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়।