মেহেরপুর জেলাব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

মেহেরপুর অফিস: জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘পরিচ্ছন্ন গ্রাম, পরিচ্ছন্ন শহর’ বাস্তবায়নের লক্ষ্যে মেহেরপুর জেলাব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। গতকাল রোববার সকাল থেকে এক যোগে মেহেরপুর জেলার শতাধিক স্পটে এ অভিযান শুরু করা হয়েছে। একই সময়ে গাংনী উপজেলার বিভিন্ন স্থানে এ পরিষ্কার অভিযান শুরু হয়।
জেলা প্রশাসক আতাউল গনি জানান, জেলার তিনটি উপজেলার প্রতিটি স্কুল, কলেজ, মাদরাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে সেচ্ছায় অংশ নেয়া হয়েছে। সরকারের এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করায় সকলকে ধন্যবাদ জানান তিনি। সেই সাথে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরাও এ কর্মসূচিতে অংশ নেন।