চুয়াডাঙ্গায় এতিম শীতার্ত শিশু শিক্ষার্থীর মাঝে কম্বল বিতরণ
স্টাফ রিপোর্টার: দৈশের বিভিন্ন এলাকার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। এই শৈত্য অব্যাহত থাকতে পারে এবং এর বিস্তৃতিও ঘটতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। গতকাল সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী, চুয়াডাঙ্গা ও ইশ্বরদীতে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, তেতুলিয়ায় ৭ ডিগ্রি সেলসিয়াস, রাজারহাটে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যশোর ও দিনাজপুরে ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। প্রসঙ্গত, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ. সন্দ্বীপ, কুমিল্লা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল ও ভোলা অঞ্চলসহ ময়মনসিংহ, সিলেট, রংপুর ও রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
এদিকে, চুয়াডাঙ্গায় প্রথম আলো ট্রাস্টের উদ্যোগ, সিটি ব্যাংকএনএ ও বন্ধুসভার সহযোগিতায় এতিম ও দরিদ্র ১০০ শিশু শিক্ষার্থীর মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি আছিরউদ্দিন ইসলামিয়া মাদরাসা প্রাঙ্গণে জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম সরকার প্রধান অতিথি হিসেবে এসব কম্বল বিতরণ করেন।
প্রথম আলো প্রতিনিধি শাহ আলম সনির সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ সাদিকুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম ও শেফালী খাতুন, বেলগাছি আছিরউদ্দিন ইসলামিয়া মাদরাসার মুহতামিম (অধ্যক্ষ) রেজাউল করিম, পরিচালনা কমিটির সভাপতি হামিদুর রহমান ও সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম এবং ‘পাখির গ্রাম বেলগাছির উদ্যোক্তা স্কুল শিক্ষক বখতিয়ার হামিদ ওরফে বিপুল বক্তব্য রাখেন।
প্রধান অতিথি বলেন, ‘প্রথম আলো সংবাদ প্রকাশের পাশাপাশি শিক্ষা ও সমাজ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে। শীতের দিনে এতিম ও অসহায় শিশু শিক্ষার্থীদের মুখে হাসি ফুটিয়ে দৃষ্টান্ত স্থাপন করল। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এভাবে এগিয়ে আসা দরকার।’
কম্বল বিতরণকালে প্রথম আলো বন্ধুসভার সভাপতি মো. রনি আলম, সহসভাপতি রেজাউল বাশার, সাধারণ সম্পাদক সামিয়া তৌহিদ সাম্য, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ আল আরাফাত, সাংগঠনিক সম্পাদক আবুর বাশার ,নারী বিষয়ক সম্পাদক সুরভী খাতুন, অনুষ্ঠান সম্পাদক মাহির আজমল ও পাঠচক্র সম্পাদক সাব্বির হোসেন উপস্থিত ছিলেন।