মহেশপুর রুলী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন প্রস্তুতি সভায় হট্টগোল : ইউপি চেয়ারম্যান লাঞ্ছিত

মহেশপুর প্রতিনিধি: মহেশপুর রুলী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির আগামী নির্বাচন প্রস্তুতি সভায় দু’গ্রুপের হট্টগোল বাধে। এ সময় ইউপি বাঁশবাড়ীয়া ইউপি চেয়ারম্যান আব্দুল মালেককে লাঞ্ছিত করা হয়। হট্টগোলের ঘটনায় কমপক্ষে ৫ জন আহত হয়েছেন।
এলাকাবাসী সূত্রে প্রকাশ, ৩ এপ্রিল উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের রুলী মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্ধারিত মিটিং ছিলো। স্থানীয় আ.লীগের দু’গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুরু হয় হট্টগোল। ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক ও তার প্রতিদ্বন্দ্বী মাসুদ মল্লিক সমর্থকদের মধ্যে সভায় কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতহাতি ও মারামারির ঘটনা ঘটে। এতে বাঁশবাড়ীয়া ইউপি চেয়ারম্যান আব্দুল মালেককে লাঞ্ছিত করা হয়। সেই সাথে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আক্তারুজ্জামান ও সহকারী শিক্ষক তহিদুল ইসলামসহ ৫জন আহত হয়। আহত তহিদুল ইসলামকে মহেশপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিকেলে ওই এলাকায় দু’গ্রুপের উত্তেজনা চলছিলো।
এ ব্যাপারে মহেশপুর থানায় যোগাযোগ করা হলে কর্তব্যরত পুলিশ অফিসার জানান, ঘটনাস্থলে পুলিশ গেছে তবে এখনও কেউ অভিযোগ দেয়নি।