আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার কালিদাসপুর স্কুলমাঠে গোলাম কিবরিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে অনুষ্ঠিত খেলায় এরশাদপুর মর্নিং স্টার ক্লাব ২-১ গোলে কালিদাসপুর একাদশকে পরাজিত করে ১৬ দলীয় এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এরশাদপুর মর্নি স্টারের পক্ষে প্রথমার্ধে সোহাগ ১টি গোল করে দলকে এগিয়ে নেয়। দ্বিতীয়ার্ধে এরশাদপুরের পক্ষে মামুন আরও ১টি গোল করলে ২-০ গোলে এগিয়ে যায়। খেলার শেষের দিকে কালিদাসপুর একমাত্র গোলটি করে ২-১ এ ব্যবধান কমায়। এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন। সাবেক প্রধান শিক্ষক মকবুল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ড. আব্দুস শহীদ, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মঈনদ্দীন আহমেদ, উপজেলা যুবলীগের আহবায়ক আহসান উল্লাহ, ইউনিয়ন আওয়ামী লীগৈর সাবেক সভাপতি আবু তালেব, উপজেলা কৃষকলীগের সহসভাপতি মোহন মিয়া, বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বিশ^াস,সাবেক এ্যাথলেট মিজানুল হক মিজান, হাজি আমিরুল ইসলাম মালিতা, মহিউদ্দিন উদ্দিন, ইউপি সদস্য আবু জাফর বাবলু, ইউপি সদস্য মাসুদ রানা, ইউপি সদস্য মন্জু মিয়া, ইউনিয়ন যুবলীগের সভাপতি রাজু আহম্মেদ, ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সেক্রেটারি সনি, ভারপ্রাপ্ত সভাপতি সুজন, ফাছকুরুনি, রবিউল হক নবা, চৈতন্য, তাইজুল, মহাবুল, রানা ও আশাদুল। খেলাটি পরিচালনা করেন আবুল হাসান। সহযোগিতায় ছিলেন মুসফিকুর রহমান ও আলমগীর হোসেন।