চুয়াডাঙ্গার বিভিন্ন স্কুলে বিদায় ও বরণ অনুষ্ঠিত : আসমানখালীতে হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি
মাথাভাঙ্গা ডেস্ক: আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে বিভিন্ন স্কুলে পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। একই সাথে ৬ষ্ঠ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়েছে। চুয়াডাঙ্গাসহ পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিদায় ও নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলমডাঙ্গার আসমানখালী মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের এমপি জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশে হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি বলেন, শিক্ষাক্ষেত্রে এসএসসি পরীক্ষা প্রত্যেক শিক্ষার্থীর জীবনের প্রথম মাইলফলক। দীর্ঘ দশ বছরের শিক্ষাজীবনের মূল্যায়ন হয় এসএসসি পরীক্ষার মধ্যদিয়ে। তাই এই পরীক্ষা প্রত্যেক শিক্ষার্থীর জীবনের প্রথম ধাপ এর মধ্যদিয়ে যাত্রা শুরু হয় উচ্চশিক্ষার। তিনি বলেন, তোমরা প্রকৃত মানুষ হিসেবে সমাজে নিজেদের প্রতিষ্ঠা করবে। নৈতিক গুনাবলী নিয়ে বড় হবে। আর তোমরা নিজের বিবেকের সাথে কথা বলবে। তা না হলে অন্ধকারে হারিয়ে যাবে। আর নিজেদেরকে ভালোবাসবে। হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি বলেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ বছরের প্রথম দিনে বিনামূল্যে প্রতিটি শিক্ষার্থীকে বই দিচ্ছে। পর্যাপ্ত বৃত্তি প্রদানসহ উৎসাহব্যাঞ্জক বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে। এখন দরকার গুণগতমানের শিক্ষা। শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা ছেলে-মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলুন। একবিংশ শতাব্দি হবে অত্যন্ত প্রতিযোগিতামূলক। বর্তমান প্রজন্মকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে স্থানীয় এবং আর্ন্তজাতিক পর্যায়ে তারা যেকোনো প্রতিযোগিতায় নিজেদের যোগ্য ও দক্ষ হিসেবে প্রমাণ করতে পারে। অভিভাবকদের উদ্দেশে হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি বলেন, সন্তান কি করছে, কার সাথে মিশছে, স্কুল-কলেজে গিয়েছে কি-না তা অভিভাবকদের জানতে হবে। সন্তানদের সাথে বন্ধুর মতো মিশতে হবে।আসমানখালী প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গার আসমানখালী মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয় চত্বরে আলোচনাসভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জেলা পরিষদের সদস্য রকিবুল হাসান। প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের এমপি জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, বিদ্যালয়ের সাবেক ছাত্র কুষ্টিয়া সাব জজ তরিকুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম, আব্দুল খালেক, জয়নাল আবেদীন, সামসুল কমান্ডার, ইউনিয়ন যুবলীগের সভাপতি রোকনুজ্জামান টোকন, সহসভাপতি সজল আহমেদ, যুগ্মসাধারণ সম্পাদক আরিফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ে সহকারী শিক্ষক আব্দুস সামাদ ও মজিবুল হক ।
অপর দিকে, গাংনী ইউনিয়নের নিমতলা মাথাভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে বিদায় ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের এমপি জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তীযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক খয়ের উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, কুষ্টিায়া সাবজজ তরিকুল ইসলাম। উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, বজলুর রহমান, মিটন মিয়া, দুর্গাপুর ইউপি সাবেক চেয়ারম্যান মোল্লা জাফর উল্লাহ, কুতুবউদ্দীন, ইয়ামিন আলম, মিল্টন, আহমেদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফা ও ফারুখ হোসেন।
সরোজগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গার সরোজগঞ্জ ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে গতকাল বুধবার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীদের বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও পদ্মবিলা ইউপি চেয়ারম্যান আবু তাহের বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ও তেতুল শেখ কলেজের প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী হাজি আব্দুল্লাহ শেখ, প্রধান শিক্ষক আবু সালেহ, অবসরপ্রাপ্ত শিক্ষক জুড়োন আলী শেখ পরিচালনা কমিটির সদস্য অবসরপ্রাপ্ত শিক্ষক শওকত আলী, শিপরা রানী বিশ্বাস, শিক্ষক কামরুজ্জামান হাবিবা খাতুন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক সাইফুল আওয়াল।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ জাকজমকপূর্ণ আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে অনুষ্ঠান হয়েছে। গতকাল বুধবার আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও এম সবেদ আলী মাধ্যমিক চত্বরে অনুষ্ঠিত হয়েছে। পাইলট বালিকা বিদ্যালয়ের চত্বরে বিদায় ও নবীনবরণ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিসুজ্জামান সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য বেলগাছী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, সাবেক ব্যাংকার আব্দুল খালেক, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, ম্যানেজিং কমিটির সদস্য অন্নপূর্ণা সরকার, নজরুল ইসলাম, রওশন আরা শেফা। শিক্ষার্থী তাসনীন নুর মিথিলা ও জান্নাতুস সুমাইয়ার উপস্থাপনায় বক্তব্য রাখেন শিক্ষার্থী ফারজান নাহিদ কেয়া, শিক্ষক হাসিনুর রহমান, মজনুর রহমান, শহিদুল আলম, আফরিন সুলতানা, সমীর কুমার সাহা, রাম কুমার সাহা, মাজেদুর রহমান, পারুল আক্তার।
অন্যদিকে বেলা ১২টার দিকে এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ে বিদায় ও নবীনবরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা এম. সবেদ আলী। বিশেষ অতিথি ছিলেন থানার ওসি তদন্ত লুৎফুল কবির, প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, ম্যানেজিং কমিটির সদস্য দাউদ আলী, জান্নাতুল ফেরদৌস, নবীছদ্দিন ম-ল। শিক্ষার্থী স্বর্ণালী সুলতানা ও খালিদ আশরাফ সিদ্দিকীর উপস্থাপনায় বক্তব্য রাখেন শিক্ষক সাবলুর রহমান, আহসান হাবিব, আব্দুস সালাম, একেএম রকিবুল আনোয়ার, আশাদুল আলম, সাজ্জাদ হোসেন, আকরাম হোসেন, কাকলী রাণী, শিরিনা আক্তার, মেশকাত আরা বেলী, রহিমা খাতুন, শিক্ষার্থী শামিম রেজা, আব্দুল রাব্বি, আফসানা মিম, আল মেরাজ, সাবরিন আক্তার শিথি। দ্বিতীয় পর্বে শিক্ষক সাবলুর রহমানের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সরোজগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গার সরোজগঞ্জ যুগিরহুদা আবুল হোসেন দাখিল মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে মাদরাসা প্রাঙ্গণে আলোচনাসভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন মাদরাসা পরিচালনা কমিটির সদস্য নাসির উদ্দিন। প্রধান অতিথি ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আকিদুল ইসলাম। বক্তব্য রাখেন বদরগঞ্জ কামিল মাদরাসার সহকারী অধ্যক্ষ আল মোজাহীদ, উপদেষ্টা পরিষদের সদস্য শফিউদ্দিন, আবুল হোসেন দাখিল মাদরাসার সুপার আব্দুর রহমান পরিচালনা কমিটির সদস্য মিজানুর রহমান সবুর বিশ্বাস, আশরাফ উদ্দিন, আব্দুল হাই, মোখলেচুর রহমান লিটন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী সুপার মোস্তাফিজুর রহমান।
ডিঙ্গেদহ প্রতিনিধি জানিয়েছেন, ডিঙ্গেদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবীনবরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান গতকাল বুধবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরিফউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান। বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবুল হোসেন ও লোকমান হোসেনের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য সাংবাদিক ইলিয়াস হোসেন, সাবেক মেম্বার আজম আলী, এসএমসি’র সদস্য তাহাজদ্দিন, সাইফুদ্দিন, আব্দুস ছাত্তার, ডা. আব্দুল হান্নান, ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক আজাদ, শিক্ষক রোকনুজ্জামান। বক্তব্য রাখেন শিক্ষক মাহাবুব হোসেন, বিদায়ী ছাত্রী তন্নী, ইরানী সুলতানা, নবাগত ছাত্রী সিলভি, রাবেয়া, ইভা প্রমুখ।
কার্পাসডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদা উপজেলার নাটুদাহ ইউনিয়নের জগন্নাথপুর বালিকা দাখিল মাদরাসায় ছাত্রীদের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় মাদরাসা প্রাঙ্গণে মাদরাসার সুপার মাওলানা আব্দুল গাফফারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও নাটুদাহ ইউপি সদস্য আব্দুল কুদ্দুস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সকল সদস্য, শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে মাদরাসার নবীন ছাত্রীদের বরণ ও দাখিল পরিক্ষার্থীদের বিদায় দেয়া হয়।
ডাকবাংলা প্রতিনিধি জানিয়েছেন, ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০১৮ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসারপ্রপ্ত শিক্ষক মুনসুর আলী, প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কুল কমিটির সভাপতি চেয়ারম্যান কাজী নাজির উদ্দীন (সাধারণ সম্পাদক ইউনিয়ন আওয়ামী লীগ) উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক গোলজার হোসেন, উপসহকারী কৃষি অফিসার মিলন ঘোষ, সাধুহাটি সরকারি প্রথমিক বিদ্যালয়ের সভাপতি সাহেব আলী দুলাল, আবু শ্যামা, আব্দুর রশিদ, আবুবক্কর নাছিমা, শিউলী রেজাউল প্রমুখ। অন্যদিকে ঝিনাইদহ সদর উপজেলার বঙ্কিরা মাধ্যমিক বিদ্যালয়ে ২০১৮ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান গতকাল সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।