চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে অস্ত্র ও গাঁজাসহ জাফরপুরের খলিল আটক

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সদস্যরা এক অভিযান চালিয়ে ধারালো অস্ত্র ও গাঁজাসহ জাফরপুরের খলিল হাজামকে আটক করেছে। গতকাল বুধবার খলিলের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি চুয়াডাঙ্গা জেলা সদরের জাফরপুর মালোপাড়ার মৃত মজিদ খলিফার ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বেলা ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক বিশ্বাস মফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে জাফরপুরের খলিল হাজামের (৫০) বাড়িতে অভিযান চালান। এসময় তাদের উপস্থিতি টের পেয়ে খলিল হাজাম মদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যদের ওপর ধারালো অস্ত্র হেঁসো দিয়ে চড়াও হয়ে তেড়ে যায়। পরে তারা কৌশলে খলিল হাজামকে ধরে ফেলে ধারালো অস্ত্র উদ্ধার করেন। এসময় তারা খলিলের দেহ তল্লাশি করে তার কোমড়ে বেঁধে রাখা একটি পলিথিনের প্যাকেটে মোড়ানো ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গতকাল বুধবার বিকেলে খলিল হাজামকে ধারালো অস্ত্র হেঁসো ও গাঁজাসহ চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা জানান, খলিল ওরফে খইল্লে হাজাম এলাকার চিহ্নিত মাদকব্যবসায়ী।