স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা থেকে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে গ্রেফতার করে সদর ফাঁড়ির পুলিশ। জানা গেছে, চুয়াডাঙ্গা সদর ফাঁড়ির পুলিশ গোপন সংবাদ ভিত্তিতে তালতলা এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সেবনের অভিযোগে দুজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো তালতলা কুটিপাড়ার কিসমত আলীর ছেলে শাওন ওরফে সেকেন্দার (২৮) ও ইসলামপাড়ার আশাদুল মালিকের ছেলে রাজীব পারভেজ (২৫)