কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় ওমর আলী (৪০) নামের এক নসিমনের যাত্রী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে শহরতলীর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওমর আলী সদর উপজেলার কবুরহাট এলাকার অনাথ আলীর ছেলে। স্থানীয়রা জানায়, দুপুরে কুষ্টিয়া থেকে নসিমনযোগে কবুরহাটে ফিরছিলেন ওমর আলী। ওইস্থানে পৌঁছুলে একটি ট্রাক নসিমনটিকে ধাক্কা দিলে ওমর আলী ছিটকে রাস্তায় পড়ে মারাত্মক আহত হন। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।