স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শেখপাড়ার আবুল কালাম মল্লিক কদি মারা গেছেন (ইন্না….রাজেউন)। গতকাল রোববার সকাল ৭টার দিকে তিনি নিজবাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৩ বছর। গতকালই বাদ আছর জান্নাতুল মওলা কবরস্থান জামে মসজিদে নামাজে জানাজা শেষে দাফন কাজ সম্পন্ন করা হয়েছে। আবুল কালাম মল্লিক কদি চুয়াডাঙ্গা শেখপাড়ার মৃত হাজি রহিম মল্লিকের দ্বিতীয় পুত্র। তিনি ব্যবসা করতেন। মৃত্যুকালে স্ত্রী হালিমা খাতুন ও ৪ কন্যাসহ বহুগুনগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে কদি ক্যান্সার রোগে ভুগছিলেন।