চুয়াডাঙ্গা গাড়াবাড়িয়ায় পুকুরে ডুবে কিশোর আলমগীরের মৃত্যু

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সদরের গাড়াবাড়িয়া ছাগলাপাড়ার একটি পুকুরের পানিতে ডুবে ১৫ বছর বয়সী আলমগীর মারা গেছে। গতকাল রোববার বিকেল ৪টার দিকে মায়ের সাথে বাড়ির এটা ওটা ধুতে পুকুরে নেমে সে ডুবে যায়। পরিবারের সদস্যরা বলেছেন, আলমগীর ছিলো হালকাবুদ্ধির। তাছাড়া সে মৃগিব্যারামেও আক্রান্ত ছিলো।
জানা গেছে, সিরাজুল ইসলামের ছেলে আলমগীর হালকা বুদ্ধিপ্রতিবন্ধী হলেও সে মাঠের কাজে যেমন পারদর্শী ছিলো, তেমনই মায়ের সাথে সংসারের কাজেও ছিলো অসম্ভব আন্তরিক। গতকাল বিকেলে যখন মা আশুরা খাতুন বাড়ি থেকে ধোয়ার জন্য পাটিসহ অনেক কিছু নিয়ে পুকুরে যাচ্ছে দেখে সেও যায় মাকে সাহায্য করতে। মা ও ছেলে দু’জনই ঘুরে দাঁড়িয়ে পুকুরের পানিতে বিছানা পাটি ধোয়ার কাজ করছিলো, কিছুক্ষণ পর মা ঘুরে দেখেন ছেলে নেই। শুরু হয় খোঁজাখুঁজি। পরে পাওয়া যায় মৃতদেহ। আলমগীরের মৃত্যুতে মাসহ পারিবারের সদস্যদের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে ওঠে।