আমঝুপি প্রতিনিধি: মেহেরপুরের জাদুখালি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী আয়েশা খাতুন (১৪) বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে। পিরোজপুরের আশাদুল হকের ছেলে আলমগীরের সাথে বিয়ের প্রস্তুতি চলছিলো।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় পিরোজপুর ইউনিয়নের কাঁঠালপোতা গ্রামের লিটন আলির মেয়ে জাদুখালি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী আয়েশা খাতুনের সাথে পিরোজপুর গ্রামের আশাদুল হকের ছেলে আলমগীরের সাথে বিয়ের প্রস্তুতি চলছিলো। বিষয়টি স্থানীয় মানবাধিকার সংগঠন মানব উন্নয়ন কেন্দ্র (মউক) জানতে পারে। মউকের প্রোগ্রাম অফিসার ও মানবাধিকার কর্মী সোনিয়া আক্তার এর নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধিদল কাঁঠালপোতা গ্রামে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়। মেহেরপুর জেলা প্রশাসন ও পুলিশ প্রাশসনকে অবহিত করলে মেহেরপুর সদর থানার এসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ওই বিবাহ অনুষ্ঠানে উপস্থিত হয়ে যৌথভাবে এ বিয়ে বন্ধ করে দেয়। একই সাথে বর পক্ষ বিয়ে ছাড়াই মুচলেকা দিয়ে স্থান ত্যাগ করে। অপর দিকে মেয়ের বাবা লিটন আলি তার মেয়েকে ১৮ বছরের আগে বিয়ে না দেয়ার অঙ্গীকার করে মুচলেকা দেয়। মউকের হস্থক্ষেপে প্রায় এ ধরনের বাল্যবিয়ে বন্ধ হয়ে থাকে।