ডিএমপি ও বাংলাদেশকে নেদারল্যান্ডস রাষ্ট্রদূতের ধন্যবাদ
স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠানে যোগ দিতে এসে চুরি হওয়া হাতব্যাগ ফেরত পেয়ে বাংলাদেশ সরকার ও ঢাকা মেট্রোপলিটন পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন ঢাকায় নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত মারগারিটা কুলেনারার। দূতাবাসের ফেসবুক থেকে এক পোস্টে রাষ্ট্রদূতের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়। গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় এক অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন রাষ্ট্রদূত কুলেনারার। সেখানেই তার হাতব্যাগ চুরি হয়। বুধবার ডিএমপির মিডিয়া শাখার উপকমিশনার মাসুদুর রহমান জানান, রুবেল ও শামস নামে দুইজনকে রাজধানীর শনির আখড়া এলাকা থেকে আটক করা হয়। এ সময় রাষ্ট্রদূতের চুরি হওয়া হাতব্যাগটি উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলে ওই অনুষ্ঠানের সময় টেলিভিশন ক্যামেরায় ধারণ করা দৃশ্য থেকে সন্দেহভাজন তরুণকে শনাক্ত করা হয়। হাতব্যাগ ফেরত পেয়ে নিজের কৃতজ্ঞতা প্রকাশ করা হয় নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের পক্ষ থেকে। ফেসবুক পোস্টে বলা হয়, রাষ্ট্রদূত কুলেনারার ঢাকা মেট্রোপলিটন পুলিশ, কূটনৈতিক পুলিশ, বাংলাদেশ সরকার, কাউন্টার ফটো এবং তাদের বন্ধুরা সহ যারা গত দুইদিন আগের চুরির ঘটনায় সমবেদনা জানিয়ে ছিলেন তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছেন। তার জিনিসপত্র সবার টিমওয়ার্কে উদ্ধার করা সক্ষম হয়েছে, বিশেষ করে ডিএমপির।
অবশেষে জেল থেকে মুক্ত মাহমুদুর রহমান
স্টাফ রিপোর্টার: জামিনে মুক্ত হয়েছেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। গতকাল বুধবার বেলা ১টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে তিনি মুক্তি পান। কাশিমপুর কারাগার-২ এর জেলার নাশির আহমেদ জানান, মাহমুদুর রহমানের জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর তা যাচাই-বাছাই শেষে তাকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়। বিকেলে চিকিত্সার জন্য তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ১৩১৯ দিন পর জামিনে মুক্ত হয়েছেন তিনি। উল্লেখ্য, ২০১৩ সালের ১১ এপ্রিল থেকে মাহমদুর রহমান কারাবন্দি ছিলেন।
নদী অববাহিকায় কুয়াশা পড়তে পারে
স্টাফ রিপোর্টার: অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আবহাওয়া অধিদফতর গতকাল বুধবার আবহাওয়ার এ পূর্বাভাস জানিয়ে বলেছে, বৃহস্পতিবার সকালের দিকে দেশের নদী অববাহিকায় হালকা কুয়াশা পড়তে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী ৭২ ঘণ্টায় আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। আবহাওয়া দৃশ্যপটের সংক্ষিপ্তসারে বলা হয়, মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। যার বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আবারও রাষ্ট্রপতির সাক্ষাত চেয়েছে বিএনপি
স্টাফ রিপোর্টার: ইসি পুনর্গঠন, শক্তিশালীকরণ নিয়ে বেগম খালেদা জিয়া যে ১৩ দফা প্রস্তাবনা দিয়েছেন তা রাষ্ট্রপতির কাছে পেশ করতে সময় চেয়েছিলো বিএনপি। কিন্তু রাষ্ট্রপতির সামরিক সচিব সময়ের ব্যাপারে বিএনপিকে কিছুই জানায়নি। এমতাবস্থায়, বিএনপি ফের রাষ্ট্রপতির সাক্ষাত চেয়েছে বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বুধবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব বলেন। দেশের চলমান সঙ্কট নিরসনের জন্য রাষ্ট্রপতি উদ্যোগ গ্রহণ করবেন এবং বিএনপিকে সাক্ষাতকারের সময় দিবেন বলে প্রত্যাশা করেন ফখরুল। তিনি বলেন, বিএনপি সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল। রাষ্ট্রপতির ক্ষমতাকে খর্ব করতে প্রস্তাব দেয়া হয়নি। নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন এবং সেনাকে বিচারিক ক্ষমতা দেয়ার মানে সামরিক আইন নয়। এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই। দেশের বর্তমান প্রেক্ষতে স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের কোনো বিকল্প নেই।