জীবননগরে ভ্রাম্যমাণ আদালতে তিনটি বিস্কুট ও ব্রেড ফ্যাক্টরিকে জরিমানা

 

 

জীবননগর ব্যুরো: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জীবননগরে অভিযান চালান। এ সময় তিনটি ব্রেড ও বিস্কুট ফ্যাক্টরিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তিনটি ফ্যাক্টরি থেকে ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, গতকাল বুধবার দুপুরে জীবননগর পিচমোড়ে হ্যালিপ্যাডের বিপরীতে অবস্থিত আরিফ ফুড, চ্যাংখালী রোডের মুজাহিদ ফুড ও থানা রোডের রানী বেকারিতে অভিযান চালানো হয়। তিনটি ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিতেই অপরিষ্কার পরিবেশে বিস্কুট ও ব্রেড তৈরি ও প্যাকেটজাত খাদ্যপণ্যের গায়ে মূল্য, ওজন, উৎপাদন ও মেয়াদের তারিখ লেখা না থাকায় এ জরিমানা করা হয়। এর মধ্যে আরিফ ফুডকে ২ হাজার টাকা, রানী বেকারিকে ২ হাজার টাকা ও মুজাহিদ ফ্যাক্টরিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। ফ্যাক্টরির মালিকরা জরিমানার টাকা পরিশোধ করেন। অভিযান পরিচালনায় সহায়তা করেন জীবননগর উপজেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধি ও কনজুমান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)’র চুয়াডাঙ্গা জেলা কমিটির প্রতিনিধি।