সরকারি গেজেট থেকে রাজাকার ভুয়া যুদ্ধাহত ও ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম বাদ দিতে আজ দুপুরে মানববন্ধন

আলমডাঙ্গা ব্যুরো: সরকারি গেজেট থেকে রাজাকার, ভুয়া যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম বাদ দিতে আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় মানববন্ধন কর্মসূচী পালিত হবে। মুক্তিযোদ্ধা-জনতার ব্যানারে আলমডাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে ওই কর্মসূচি অনুষ্ঠিত হবে। আয়োজকদের কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে, সরকারি গেজেটভুক্ত এ পর্যন্ত ১৮ জন ভুয়া মুক্তিযোদ্ধাকে শনাক্ত করা হয়েছে, যারা প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধ করেননি বরং রাজাকার ছিলেন। অনেকে রাজাকারের সহযোগী ছিলেন। পরবর্তীকালে বিভিন্ন অবৈধ সুযোগ নিয়ে রীতিমতো মুক্তিযোদ্ধা হিসেবে পরিগণিত হয়েছেন। নিচ্ছেন মুক্তিযোদ্ধা ভাতাসহ সকল সুবিধাদী। এ ভুয়া মুক্তিযোদ্ধাদের জন্য প্রকৃত মুক্তিযোদ্ধারা পদে পদে আত্মসম্মান হারাচ্ছেন। দিতে হচ্ছে মর্যাদা বিসর্জন। স্বাধীনতাত্তোর প্রজন্ম ভুল ইতিহাসের শিক্ষাগ্রহণ করে বড় হচ্ছে। ফলে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি তাদের অনুরাগ জন্মাচ্ছে না। দেশপ্রেম রহিত এক উত্তর প্রজন্মের সৃষ্টি হচ্ছে। সর্বোপরি মুক্তিযোদ্ধাদের প্রতি যথার্থ সম্মান দেখাতে কুণ্ঠাবোধ করছেন তারা। এ মানববন্ধন কর্মসূচির আয়োজকদের অনেকে আরও বলেন, আলমডাঙ্গার অনেক মুক্তিযোদ্ধা আছেন, যুদ্ধের সময় যাদের শরীরে একটুও আচড় লাগেনি। অথচ পরবর্তীকালে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের তালিকায় নাম নথিভুক্ত করে অবৈধভাবে বাড়তি সুযোগ গ্রহণ করছেন। নির্ভেজাল মুক্তিযুদ্ধের ইতিহাসের প্রয়োজনে, মুক্তিযোদ্ধাদের ভাবমূর্তি ও ইমেজ রক্ষার্থে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি উত্তর প্রজন্মের মমত্ববোধ জাগ্রত করতে আজকের এই মানববন্ধন কর্মসূচি বলে তারা দাবি করেন।

 

Leave a comment