চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে অবহিতকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার: জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে অবহিতকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টায় সদর উপজেলা সম্মেলনকক্ষে ওই সেমিনারের আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুন উজ্জামান। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) পুলক কুমার মণ্ডল ও কুষ্টিয়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান। এছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ সেমিনারে অংশ নেন। সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল সামীর সঞ্চালনায় সেমিনারের শুরুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কিত প্রেজেন্টেশন উপস্থাপন করেন কুষ্টিয়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান।

সেমিনারে বক্তারা বলেন, পণ্যের নকল প্রস্তুত বা উৎপাদন করা যাবে না। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ, উন্নয়ন ও ভোক্তা অধিকার বিরোধী কাজ প্রতিরোধ। বর্তমান সরকারের পূর্ববর্তী মেয়াদে প্রণিত আইনসমূহের মধ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন একটি মাইলফলক। এ আইন প্রণয়নের মাধ্যমে দেশে প্রতিদিনই বাজার তদারকি করে অপরাধ দমনের ক্ষেত্র তৈরি হয়েছে। এ আইন প্রণয়ন ও বাস্তবায়ন প্রক্রিয়ায় ভোক্তা ও ব্যবসায়ীরা সচেতন হতে শুরু করেছেন। ভোক্তারা আইনের সুফলতা পেতে শুরু করেছেন।