মেহেরপুর অফিস: ইভটিজিং, বাল্যবিয়ে, মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ প্রতিরোধে সচেতনা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার গোভিপুর দাখিল মাদরাসা প্রঙ্গণে এ সভার আয়োজন করা হয়। বুড়িপোতা ইউপি চেয়ারম্যান ও মাদরাসার ম্যানেজিং কমিটির সভপাতি শাহ-জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার আনিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী, মাদরাসার সুপার রমজান আলী প্রমুখ। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অভিভাবক, মাদরাসার ম্যানেজিং কমিটির সদস্যগণ ও ছাত্র-ছাত্রীরা।
পুলিশ সুপার আনিছুর রহমান বলেন, কোনো ছাত্রীকে উত্যক্ত করে কেউ পার পাবে না। কেউ ইভটিজিং করলে তার নাম গোপনে পুলিশকে জানালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও ছাত্র-ছাত্রীরা যাতে কোনমতে মাদকের সংস্পর্শে না যায় সে লক্ষ্যে প্রতিটি অভিভাবককে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। তিনি আরও বলেন, ছেলে মেয়েদের কোরআন শেখান কিন্তু অর্থ ভালো করে বোঝান।