মেহেরপুর নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক পযার্য়ে রাখতে আলোচনাসভা

 

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক পযার্য়ে রাখা ও ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে আলোচনাসভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতের উপপরিচালক এস.এম মোস্তাফিজুর রহমান,  মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দিন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা একেএম কামরুজ্জামান, কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর মেজেরপুর জেলা শাখার সভাপতি সাংবাদিক রফিক-উল আলম, সদর উপজেলা সেনেটারি ইন্সপেক্টর আনিছুর রহমান, গাংনী উপজেলা সেনেটারি ইন্সপেক্টর মশিউর রহমান প্রমুখ। নিত্য প্রয়োজনীয় পন্য যেমন চিনি, সয়াবিন ও সরিষার তেল ইত্যাদি অধিক মুনাফা লাভের জন্য কোনো ব্যবসায়ী যাতে মজুদ করে কৃত্রিম সঙ্কট সৃষ্টি না করতে পারে সে বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারগণ ও জেলা বনিক সমিতির সদস্যদেরকে খেয়াল আহ্বান জানান জেলা প্রশাসন।