চুয়াডাঙ্গা শান্তিপাড়ার নাঈমসহ অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে মামলা
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন। গৃহবধূর ডাক্তারি পরীক্ষা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা পৌর এলাকার শান্তিপাড়ায় এ ধর্ষণের ঘটনা ঘটে।
মামলার বিবরণসূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে গৃহবধূ বাড়ি থেকে বের হয়ে এনজিও’র কিস্তির টাকা দিতে যাচ্ছিলেন। এ সময় ওই পাড়ার আলমগীর হোসেনের ছেলে নাঈমের বাড়ির সামনে পৌঁছুলে ওঁত পেতে ছিলো একই পাড়ার আলমগীর হোসেনের ছেলে নাঈম, খোকন আলীর ছেলে অপু ও একই পাড়ার রতন আলী জোরপূর্বক তাকে নাঈমের বাড়িতে নিয়ে যায়। গৃহবধূকে মারপিট করে জোরপূর্বক নাঈমের ঘরে নিয়ে যায় অভিযুক্ত তিন যুবক। পরে বাইরে থেকে ঘরের দরজা বন্ধ করে দেয় অপু ও রতন আলী। এ সময় নাঈম ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে গৃহবধূকে। গৃহবধূ বিষয়টি বাড়ি ফিরে পরিবারের সদস্যদের জানায়। বিকেলে গৃহবধূ চুয়াডাঙ্গা সদর থানায় ৩ জনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অভিযোগ দায়ের করেন। পরে সন্ধ্যায় গৃহবধূর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে।
এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ খান জানান, চুয়াডাঙ্গা শহরে গৃহবধূ ধর্ষণের অভিযোগে একটি মামলা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশি অভিযান শুরু রয়েছে।
দু’বন্ধুর সহায়তায় জোরপূর্বক ঘরে ঢুকিয়ে গৃহবধূকে ধর্ষণ
