চুয়াডাঙ্গার পান্না সিনেমাহলে কলেজ শিক্ষার্থীদের শিক্ষা সফর

স্টাফ রিপোর্টার: তারাদেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যাবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালার পৃষ্ঠপোষকতায় চুয়াডাঙ্গার পান্না সিনেমাহলে জাঁকজমকপূর্ণ আয়োজনের সম্পন্ন হলো দোয়ারকা দাস আগরওয়ালা মহিলা কলেজের বার্ষিক শিক্ষাসফর, সাংস্কৃতিক সন্ধ্যা ওপুরস্কার বিতরণ অনুষ্ঠিত। গতকাল সোমবার পান্না সিনেমাহল প্রাঙ্গণে কুষ্টিয়া হরিনারায়ণপুরের দোয়ারকা দাস আগরওয়ালা মহিলা কলেজের শিক্ষা সফর উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম। অত্র কলেজের সভাপতি দিলীপ কুমার আগরওয়ালার সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, অতিরিক্ত পুলিশ সুপার আবু রাসেল এবং দোয়ারকা দাস আগরওয়ালা মহিলা কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান।
ডা. আফসার উদ্দিন কলেজের অধ্যক্ষ এবং দোয়ারকা দাস আগরওয়ালা কলেজের প্রভাষক সেলিম হোসেনের উপস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধানঅতিথি পুলিশ সুপার জাহিদুল ইসলামসহ বিশেষ অতিথিগণ।
এছাড়া শিক্ষাসফরে অংশগ্রহণকারী ছাত্রীদের মাঝে র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে ডায়মন্ড ওয়ার্ল্ডের সৌজন্যে মূল্যবান পুরস্কার প্রদান করা হয়।

Leave a comment