চুয়াডাঙ্গার মিলন ও হাতেমকে ৩ মাস করে কারাদণ্ড

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা চারমাইলের মিলন ম-ল ও বেগনগরের হাতেম তাইকে ৩ মাস করে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকেলে সদর উপজেলার নফরকান্দি গ্রামে অভিযান চালিয়ে গাঁজা ও তাড়িসহ তাদের আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরসূত্রে জানা গেছে, গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন ও সুরাইয়া মমতাজের নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপপরিদর্শক আবুল কালাম আজাদ, সহকারী উপপরিদর্শক আকবর হোসেনসহ সঙ্গীয়ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার নফরকান্দি গ্রামে অভিযান চালান। এ সময় একটি পানবরজ থেকে আটক করা হয় চারমাইলের মৃত আনোয়ার ম-লের ছেলে মিলন ম-লকে (২৫)। একই সাথে উদ্ধার করা হয় ১০ লিটার তাড়ি। পরে ব্রিজের কাছ থেকে আটক করা হয় বেগনগর শেষপাড়ার নুরুল ইসলামের ছেলে হাতেম তাইকে (২৫)। তার কাছ থেকে উদ্ধার করা হয় ২০ গ্রাম গাঁজা। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুজনকে ৩ মাস করে বিনাশ্রম কারাদ- প্রদান করেন বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন ও সুরাইয়া মমতাজ। পরে গতকালই দ-প্রাপ্ত দুজনকে জেলহাজতে প্রেরণ করা হয়।