বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার হিজলগাড়ি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জাতীয় মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় আয়োজিত পরীক্ষায় ২০১৯ সালের ৬ষ্ঠ শ্রেণি ও ৮ম শ্রেণির ৬০ জন পরীক্ষার্থীরা অংশগ্রহণ করে। যারা বর্তমানে ৭ম ও নবম শ্রেণির ছাত্র। মূল্যায়ন পরীক্ষায় পরিদর্শক হিসাবে দায়িত্ব পালন করেন বড়সলুয়া নিউমডেল ডিগ্রি কলেজের প্রভাসক আসাদুল হক ও শাহানাজ পারভীন। পরীক্ষা চলাকালীন সময়ে পরিদর্শনে আসেন চুয়াডাঙ্গা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা ও একাডেমিক সুপারভাইজার সোহেল আহম্মেদ। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, সহকারী প্রধান শিক্ষক আলী হোসেন প্রমুখ। উল্লেখ্য, ন্যাশনাল এসিসমেন্ট অফ সেকে-িয়ারী স্টুডেন্ট (ন্যাশ)’র আওতায় সারা বাংলাদেশে ৮৬টি উপজেলার ১ হাজার মাধ্যমিক বিদ্যালয়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়।