ডুগডুগি পশুহাটে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন বৈদ্যনাথপুরের তাজের

জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদার ডুগডুগি পশুহাটে গরু বিক্রি করে বাসযোগে বাড়ি ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছে জীবননগর উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের গরু ব্যাবসায়ী তাজের মল্লিক (৫৫)। গতকাল সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। তাকে দর্শনা কাউন্টার থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রাত ১০টার দিকেও তার জ্ঞান না ফেরায় অজ্ঞান পার্টির সদস্যরা তার নিকট থেকে কত টাকা লুটে নিয়েছে তা অবশ্য জানা যায়নি।
হাসপাতাল ও স্বজনদের নিকট থেকে জানা যায়, জীবননগর উপজেলার বৈদ্যনাথপুরের রবিউল মল্লিকের ছেলে গরুব্যবসায়ী তাজের মল্লিক গতকাল সকালে ডুগডুগি বাজারে যান গরু বিক্রি করতে। গরু বিক্রি করে বাসযোগে বাড়ি ফেরার পথে বাসের মধ্যে তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। জ্ঞান হারান তিনি। বাসের হেলপার তাকে দর্শনা কাউন্টারে নামিয়ে দেয়। খবর পেয়ে তার আত্মীয়-স্বজন তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে ভর্তি করে। রাত সাড়ে ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তাজেরের জ্ঞান ফেরেনি। ফলে অজ্ঞান পার্টির সদস্যরা তার নিকট থেকে কত টাকা লুটে নিয়েছে তা অবশ্য জানা যায়নি।