জীবননগরে শিশু খাদ্য ও শীতবস্ত্র বিতরণ

জীবননগর ব্যুরো: সিজারিয়ান অপারেশনকে নিরুৎসাহিত করে নরমাল ডিলেভারির মাধ্যমে সন্তান প্রসবে উৎসাহিত করতে জীবননগর উপজেলায় ৪২ নবজাতক শিশুকে শিশু খাদ্য, গরম পোশাক ও মাকে শীতবস্ত্র প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা হলরুমে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর ৪২ নবজাতক ও মায়ের হাতে এ শিশু খাদ্য ও শীতবস্ত্র তুলে দেন। এ সময় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, সিজারিয়ান অপারেশনের মাধ্যমে যে শিশুর জন্ম হচ্ছে গবেষণায় দেখা গেছে ওই শিশু বেশি রোগে আক্রান্ত হয় এবং কম মেধাবী সম্পন্ন। সারা বিশে^ আজ সিজারিয়ান অপারেশনকে নিরুৎসাহিত করা হলেও আমাদের দেশে দিন দিন তা মাত্রারিক্ত হারে বৃদ্ধি পাচ্ছে। ধৈর্যধারণ করার মতো সময় দিচ্ছে না প্রসূতি মা কিংবা তার স্বজনেরা। সরকার এ অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য সিজারিয়ান অপারেশন নিরুৎসাহিত করতে পুরস্কার ঘোষণা করেছে। নরমাল ডেলিভারিতে জন্ম নেয়া শিশু ও মাকে খাদ্য ও পোশাক প্রদান করা হচ্ছে। যা নজিরবিহীন। মেধাবী জাতি গড়তে তিনি নরমাল ডেলিভারির মাধ্যমে শিশু জন্ম দেয়ার জন্য মায়েদের প্রতি আহ্বান জানান।

ইউএনও সিরাজুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ নজরুল ইসলাম, পৌর মেয়র জাহাঙ্গীর আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ অমল, পৌর আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন, রায়পুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ শাহ্ ও মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসন এ শিশু খাদ্য ও বস্ত্র বিতরণ করে বলে জানা যায়।