কার্পাসডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুজনকে কুপিয়ে জখম

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের উসমানপুর গ্রামে গভীর নলকূপের পানি দেয়াকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে দুজনকে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা। আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮ টার দিকে উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ঠাকুরপুর গ্রামের মৃত সামসুর রহমানের ছেলে শরিফুল ও তার ভাই আসিব তাদের নিজ নিজ গভীর নলকুপের বিরোধ মিমাংসার জন্য একই উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের উসমানপুর গ্রামের মৃত আলী আহম্মেদের ছেলে আব্দুর রহমানকে নিয়ে স্থানীয়দের বৈঠক চলছিলো। এ সময় আব্দুর রহমান দলবলসহ দেশীয় অস্ত্র নিয়ে অর্তকিত হামলা চালায় শরিফুল ও তার ভাইয়ের ওপর। এ সময় শরিফুল ও তার ভাইকে কুপিয়ে আহত করা হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করে। এ বিষয়ে শরিফুলের নিকটাত্মীয়রা জানান, দুই ভাইয়ের মধ্যে শরিফুলের মাথায় মারাত্মকভাবে আঘাত করা হয়েছে। এখনো সে অচেতন রয়েছে। স্থানীয়রা জানান, আব্দুর রহমান ও শরিফুলের মধ্যে দীর্ঘদিন ধরে গভীর নূলকুপের সীমানা নির্ধারণের জন্য বিরোধ হয়ে আসছে। এ বিষয়ে কার্পাসডাঙ্গা ফাঁড়ির এসআই সাইফুল ইসলাম জানান, খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফাতেমা হক জানান, আহত দুজনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। ক্ষতস্থানে বেশকিছু সেলাই দেয়া হয়েছে।