কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আ.লীগের সহ-সভাপতি মো. সহিদুল হক। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য রফিকুল ইসলাম, সাধন ম-ল, আতিয়ার রহমান, আরেফিন, হাজিরা খাতুন, শিক্ষক মশিউর রহমান, আকলিমা খাতুন, জেসমিন আরা, রাফিয়া খাতুন, শরীফ উদ্দিন, ফরহাদ হোসেনসহ শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা। ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় শেষে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শিক্ষক শিরিনা পারভীন।