দলের মধ্যে ঘাপটি মেরে থাকা নেতাদের ষড়যন্ত্র মোকাবেলা করার আহ্বান
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা তিতুদহ ও গড়াইটুপি ইউনিয়ন আওয়ামী লীগ এবং স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে তিতুদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়মাঠে সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল হোসেন মিয়া। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে আসাদুল হক বিশ্বাস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে রয়েছে দেশ। উন্নয়নকে আরও বেগবান করতে হবে। বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্র হবে। এর উপযুক্ত নাগরিক হিসেবে নিজেকে গড়তে হবে। শিক্ষিত, দেশপ্রেমিক ও সুশৃঙ্খল মানুষ দিয়েই বাংলাদেশের উন্নয়ন সম্ভব। তাই সরকার দেশের জনগণকে একত্রিত করতে চায়। এই সময়ে দলের মধ্যে ঘাপটি মেরে থাকা একটি কুচক্রি মহল চক্রান্ত চালিয়ে যাচ্ছ। আওয়ামী লীগের মধ্যে ঘাপটি মেরে থাকা এ কুচক্রিমহলকে অবিলম্বে দল থেকে বহিষ্কার করতে হবে।’ তারা ত্যাগী ও পরীক্ষিত নেতা কর্মীদের বিরুদ্ধে একের পর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি আরও বলেন, কয়েকদিন আগে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিতে ত্যাগী নেতাদের বঞ্চিত করা হয়েছে। দলের পোড়খাওয়া নেতাদের বাদ দিয়ে জামাত-বিএনপির নেতাকর্মী নিয়ে একটি কমিটি দেয়া হয়েছে। আসাদুল হক বিশ্বাস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমার কোনো কর্মীর গায়ে মশা বসলে আমি ভিমরুলের চাক দিয়ে তুলে নিয়ে যাবো। আজ যারা নতুন দায়িত্ব পাচ্ছে; তাদের উদ্দেশ্যে বলেন, দলের মধ্যে ঘাপটি মেরে থাকা সেই নেতাদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান অ্যাড. আব্দুল মালেক, জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক চেয়ারম্যান শাখাওয়াত হোসেন টাইগার, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক মিজানুর রহমান টিপু, জেলা কৃষক লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবীর, সদর থানা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল মতিন দুদু, যুগ্মআহ্বায়ক সুলতান মাহমুদ দিপন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ এবং সদর থানা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা। চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্মসম্পাদক মতিয়ার রহমান মতির উপস্থাপনায় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য অধ্যক্ষ মাহবুবুল ইসলাম সেলিম, মাফিজুর রহমান মাফি, জেলা ছাত্রলীগের যুগ্মসম্পাদক জাকির হোসাইন জ্যাকি প্রমুখ। অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে সাজেদুর রহমান ঝন্টুকে সভাপতি ও খাইরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে তিতুদহ এবং আব্দুল মতিনকে সভাপতি ও গিয়াস উদ্দিনকে সাধারণ সম্পাদক করে গড়াইটুপি ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা না হলেও নেতাকর্মীরা জানান পত্রিকার মাধ্যমে পরে কমিটি প্রকাশ করা হবে।