আলমডাঙ্গায় নারী সমাবেশে উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন

উন্নত রাষ্ট্র গড়তে নারীদের মতমতকে প্রতিষ্ঠিত করার সুযোগ দিতে হবে
আলমডাঙ্গা ব্যুরো: জেলা তথ্য অফিসের আয়োজনে আলমডাঙ্গায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল আলমডাঙ্গার ব-বিল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার লিটন আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন। এ সময় বক্তব্যে তিনি উল্লেখ করেন, উন্নত সমাজ-রাষ্ট্র গড়তে হলে নারীদের জীবনমান উন্নত করতে হবে। সমাজে নারীদের সম্মান সমুন্নত রাখতে হবে। এজন্য সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে। সমাজে নারীদের মতামতকে প্রাধান্য দিতে হবে, তাদের মতামত প্রতিষ্ঠিত করার সুযোগ দিতে হবে। তিনি বলেন, বাল্যবিয়ে পরিবার তো বটেই, রাষ্ট্রের জন্যও ভয়াবহ অভিশাপ। দেশকে এই ভয়াবহ অভিশাপমুক্ত করতে হলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাসান কাদির গনু, সিনিয়র সহকারী জজ মো. শামসুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ব-বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ লিয়াকত আলী লিপু মোল্লা, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, সাংবাদিক শাহ আলম সনি, ব-বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন জাহান, আলমডাঙ্গা প্রেসক্লাব সভাপতি শাহ আলম মন্টু,। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার আমিনুর রহমান। জেলা তথ্য অফিসের ঘোষক ফারুক হোসেনের উপস্থাপনায় সহকারী শিক্ষা অফিসার আশরাফ উল আলম, বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য কাউন্সিলর মামুন অর রশিদ হাসান, রেজাউল ইসলাম, পিন্টু মোল্লা, রিন্টু মালিথা, মজিবার হোসেন, বিদ্যালয়েরর শিক্ষক ফাতেমা আক্তার, আব্দুল মজিদ বিশ^াস, তামান্না আরেফিন, মিতা রানি সাহা, নাঈমা আফরোজ, সাবিনা ইয়াসমিন, সারমিন সাঈদ, মাসদু রানা, রুমানা খাতুন প্রমুখ।